১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
২৬ হাজার শিক্ষক-কর্মীর চাকরি বাতিল নিয়ে পুনর্বিবেচনার আর্জি খারিজ
আফিয়া নৌশিন
- আপডেট : ১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 1178
পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই রায় পুনর্বিবেচনার কোনও প্রয়োজন নেই। এর ফলে শিক্ষক-কর্মীদের চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা কার্যত বন্ধ হয়ে গেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
উল্লেখযোগ্যভাবে, নিয়োগে অনিয়মের অভিযোগের জেরে চলতি বছরের এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। ওই রায়ে চাকরি হারান মোট ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী।
রাজ্য সরকারের দাবি ছিল, এত সংখ্যক শিক্ষক-কর্মীকে একসঙ্গে চাকরিচ্যুত করলে শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই যুক্তি তুলে ধরে রাজ্য পুনর্বিবেচনার আর্জি জানালেও, সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।
আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় সংকট দেখা দিতে পারে। একই সঙ্গে বাতিল হওয়া চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়ল।




















































