০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে —- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার
  • / 50

স্বাধীনতা দিবসে রেড রোড (ছবি- সন্দীপ সাহা)

পুবের কলম, ওয়েবডেস্ক:  স্বাধীনতা দিবসে সেজে উঠেছে গোটা দেশ। করোনা আবহ কাটিয়ে পশ্চিমবঙ্গে ধরা পড়ল সেই চেনা ছবি। এদিন নির্ধারিত সময় ধরে রেড রোডে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। কড়া নিরাপত্তার মোড়কে ঘেরা রেড রোড।

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

রেড রোডে প্রতি জোনের দায়িত্বে  ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার। তাঁদের সাহায্য করবেন অ্যাসিস্ট্যান্ট পদ মর্যাদার অফিসার। একহাজারের উপরে পুলিশ কর্মী নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছেন। মোট ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নেতৃত্ব দেবেন। রেড রোডে নজরদারির জন্য মোট ৬টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। তিনটি জায়গায় কলকাতা পুলিশের স্পেশাল কম্যান্ড বাহিনী প্রস্তুত রাখছে লালবাজার। সব গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালাবে পুলিশ। শহরের মেট্রো বাজার, দর্শনীয় স্থান–সহ গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নিরাপত্তা বজায় থাকবে। ১১টি বাঙ্কারও তৈরি হয়েছে।

আরও পড়ুন: রথযাত্রার পরেই তড়িঘড়ি দিঘা থেকে কলকাতায় ফিরলেন মমতা

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

আরও পড়ুন: দিঘায় রথযাত্রার শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী

আকাশ থেকে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হয়।

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ

 

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি রাজ্য সরকারের ট্যাবলো প্রদশর্নী করা হয়। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে লক্ষ্মীর ভাণ্ডার–সহ সরকারি প্রকল্পের ট্যাবলোর প্রদর্শন করা হয়েছে।

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

 

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রেড রোডে আদিবাসীদের নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

 

রেড রোডে স্বাধীনতা দিবসে উপস্থিত স্কুল পড়ুয়ারা।

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতা দিবসে —- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  স্বাধীনতা দিবসে সেজে উঠেছে গোটা দেশ। করোনা আবহ কাটিয়ে পশ্চিমবঙ্গে ধরা পড়ল সেই চেনা ছবি। এদিন নির্ধারিত সময় ধরে রেড রোডে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। কড়া নিরাপত্তার মোড়কে ঘেরা রেড রোড।

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

রেড রোডে প্রতি জোনের দায়িত্বে  ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার। তাঁদের সাহায্য করবেন অ্যাসিস্ট্যান্ট পদ মর্যাদার অফিসার। একহাজারের উপরে পুলিশ কর্মী নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছেন। মোট ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নেতৃত্ব দেবেন। রেড রোডে নজরদারির জন্য মোট ৬টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। তিনটি জায়গায় কলকাতা পুলিশের স্পেশাল কম্যান্ড বাহিনী প্রস্তুত রাখছে লালবাজার। সব গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালাবে পুলিশ। শহরের মেট্রো বাজার, দর্শনীয় স্থান–সহ গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নিরাপত্তা বজায় থাকবে। ১১টি বাঙ্কারও তৈরি হয়েছে।

আরও পড়ুন: রথযাত্রার পরেই তড়িঘড়ি দিঘা থেকে কলকাতায় ফিরলেন মমতা

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

আরও পড়ুন: দিঘায় রথযাত্রার শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী

আকাশ থেকে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হয়।

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ

 

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি রাজ্য সরকারের ট্যাবলো প্রদশর্নী করা হয়। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে লক্ষ্মীর ভাণ্ডার–সহ সরকারি প্রকল্পের ট্যাবলোর প্রদর্শন করা হয়েছে।

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

 

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রেড রোডে আদিবাসীদের নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়

 

রেড রোডে স্বাধীনতা দিবসে উপস্থিত স্কুল পড়ুয়ারা।

স্বাধীনতা দিবসে ---- রেড রোড থেকে বিশেষ মুহূর্তের ছবি পুবের কলমের ক্যামেরায়