০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আরও বাড়ানো হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, কালীঘাট চত্বরে এবার ক্যামেরাযুক্ত পিআইডিএস ও সেন্সর লাগানো ডিভাইস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 31

পুবের কলম, ওয়েবডেস্কঃ আরও নিরাপত্তা বাড়ানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিশ্চিদ্র নিরাপত্তা মুড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনের এলাকা। তার বাড়িকে ঘিরে গোটা এলাকাট প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ক্যামেরাযুক্ত পিআইডিএস বা ‘পেরিমিটার ইনট্রুশন ডিটেকশন সিস্টেম’ ও সেন্সর লাগানো ডিভাইস বসানো হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। সেন্সরের আওতায় কেউ ঢুকলেই সিস্টেমে যুক্ত কন্ট্রোল রুমে সতর্ক বার্তা পৌঁছে যাবে। গত সপ্তাহেই এই অত্যাধুনিক ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে বলে খবর।

 

আরও পড়ুন: পুণেতে সেতু দুর্ঘটনায় শোকবার্তা মুখ্যমন্ত্রীর

এই বৈদ্যুতিন নজরদারি ব্যবস্থায় ৩০টি অত্যাধুনিক ক্যামেরায় ধরা পড়বে এলাকায় আসা বিভিন্ন মানুষের সমস্ত গতিবিধি। কলকাতা পুলিশ সূত্রে খবর,  এই সেন্সর ও ক্যামেরা মূলত মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশের একাধিক গলি ও হরিশ মুখার্জি রোডের বেশ কিছু জায়গায় বসানো হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে আনা হচ্ছে প্রস্তাব, থাকবেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, পিআইডিএস একটি ক্যামেরা ও সেন্সর লাগানো ডিভাইস। যার সেন্সরের আওতায় কেউ ঢুকলেই সিস্টেমে যুক্ত কন্ট্রোল রুমে সতর্ক বার্তা চলে যাবে। কলকাতা পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য প্রায় ৫৬ লক্ষ টাকা খরচে এই নিরাপত্তা  প্রযুক্তি চালু হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন লাগোয়া কালীঘাট চত্বরে।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী: চন্দ্রিমা ভট্টাচার্য

প্রসঙ্গত, গত বছর নিরাপত্তার ঘেরাটোপ পার হয়ে হাতে লোহার রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতর ঢুকে পড়ে এক যুবক। রাতভর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল এক যুবক। পরে জানা যায়, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তার পর থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরও বাড়ানো হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, কালীঘাট চত্বরে এবার ক্যামেরাযুক্ত পিআইডিএস ও সেন্সর লাগানো ডিভাইস

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আরও নিরাপত্তা বাড়ানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিশ্চিদ্র নিরাপত্তা মুড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনের এলাকা। তার বাড়িকে ঘিরে গোটা এলাকাট প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ক্যামেরাযুক্ত পিআইডিএস বা ‘পেরিমিটার ইনট্রুশন ডিটেকশন সিস্টেম’ ও সেন্সর লাগানো ডিভাইস বসানো হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। সেন্সরের আওতায় কেউ ঢুকলেই সিস্টেমে যুক্ত কন্ট্রোল রুমে সতর্ক বার্তা পৌঁছে যাবে। গত সপ্তাহেই এই অত্যাধুনিক ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে বলে খবর।

 

আরও পড়ুন: পুণেতে সেতু দুর্ঘটনায় শোকবার্তা মুখ্যমন্ত্রীর

এই বৈদ্যুতিন নজরদারি ব্যবস্থায় ৩০টি অত্যাধুনিক ক্যামেরায় ধরা পড়বে এলাকায় আসা বিভিন্ন মানুষের সমস্ত গতিবিধি। কলকাতা পুলিশ সূত্রে খবর,  এই সেন্সর ও ক্যামেরা মূলত মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশের একাধিক গলি ও হরিশ মুখার্জি রোডের বেশ কিছু জায়গায় বসানো হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে আনা হচ্ছে প্রস্তাব, থাকবেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, পিআইডিএস একটি ক্যামেরা ও সেন্সর লাগানো ডিভাইস। যার সেন্সরের আওতায় কেউ ঢুকলেই সিস্টেমে যুক্ত কন্ট্রোল রুমে সতর্ক বার্তা চলে যাবে। কলকাতা পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য প্রায় ৫৬ লক্ষ টাকা খরচে এই নিরাপত্তা  প্রযুক্তি চালু হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন লাগোয়া কালীঘাট চত্বরে।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী: চন্দ্রিমা ভট্টাচার্য

প্রসঙ্গত, গত বছর নিরাপত্তার ঘেরাটোপ পার হয়ে হাতে লোহার রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতর ঢুকে পড়ে এক যুবক। রাতভর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল এক যুবক। পরে জানা যায়, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তার পর থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়।