হাজীরা এখন মদিনামুখী
- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 106
পুবের কলম, ওয়েব ডেস্কঃ হজের সব রীতিনীতি পূর্ণ করে, বিদায়ের অশ্রু চোখে মক্কা ছাড়ছেন হাজীরা। পবিত্র ইসলামের পঞ্চম স্তম্ভ সম্পন্ন করার পর সোমবার থেকে হাজার হাজার হাজী রওনা হয়েছেন মদিনার পথে, যেখানে অপেক্ষা করছে নবীজীর শহর, প্রিয় রওজা শরীফ, এবং ইতিহাসে মোড়া স্মৃতির ভূমি।
এই মদিনামুখী যাত্রা তাই কেবল একটি ভৌগোলিক স্থানান্তর নয়;এ এক আত্মিক প্রশান্তি লাভের যাত্রা, যেখানে ক্লান্ত শরীর ও পূর্ণ হৃদয় নিয়ে হাজীরা পৌঁছন রাসূলুল্লাহ (সা.)-এর শহরে, আরও এক দফা দোয়া, জিয়ারত আর অনন্ত ভালোবাসা নিয়ে।
সউদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, হাজীদের এই দ্বিতীয় অধ্যায়ের জন্য মদিনা ইতিমধ্যেই প্রস্তুত। নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে পরিবহন, চিকিৎসা, ও আতিথেয়তা; সব খাতেই চলছে ২৪ ঘণ্টার সমন্বিত পরিকল্পনা। মূল লক্ষ্য: হাজীদের চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট এড়ানো, এবং দ্রুত ও নিরাপদ অভ্যর্থনা নিশ্চিত করা।
‘দুই পবিত্র মসজিদের খাদেম’ এর অতিথি কর্মসূচির আওতায় বিশ্বের ১০০টি দেশের ২,৪৪৩ জন হাজী মদিনায় পৌঁছেছেন। তাঁরা নবীজির রওজা জিয়ারতের পাশাপাশি কুবা মসজিদ ও অন্যান্য ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন।
হাজীরা জানিয়েছেন, আরাফাতের ময়দানে দাঁড়ানো, মুজদালিফায় রাত কাটানো, মিনায় তাশরীক দিবস, জামারায় পাথর নিক্ষেপ এবং বিদায়ী তওয়াফ; প্রতিটি রীতি তাঁরা শান্তিপূর্ণভাবে পালন করতে পেরে গভীর তৃপ্তি অনুভব করছেন।
এদিকে, মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হজের প্রাক-পর্বে যেমন সুষ্ঠুভাবে আগতদের গ্রহণ করেছে, তেমনি ফিরতি ফ্লাইটের জন্যও সম্পূর্ণ প্রস্তুত। একটি সমন্বিত কর্মসূচির মাধ্যমে হাজীদের আবাসন থেকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার কাজ চলছে, যাতে তারা সময়মতো নিজ নিজ দেশে ফিরতে পারেন।