“পরিকল্পিত ষড়যন্ত্র”, এসআইআর নিয়ে কমিশনকে তোপ রাহুল গান্ধির
- আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, সোমবার
- / 71
পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কে “চাপিয়ে দেওয়া নিপীড়ন” বলে অভিযোগ করেছেন তিনি। এসআইআর-এর চাপে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কমিশনের অপরিকল্পিত পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা।
এসআইআর ঘোষণার পর থেকে এপর্যন্ত ষোল জন বিএলও-র মৃত্যু হয়েছে। কাজের চাপে হার্ট অ্যাটাক এবং হতাশায় আত্মহত্যা করেছে। এই মৃত্যু নিয়ে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, যে কমিশনের উন্মত্ত, অপরিকল্পিত এবং কাগজের বোঝা মানুষকে বিপদে ফেলেছে। ভোট চুরির পথ পরিষ্কার করতে এটি কমিশনের “পরিকল্পিত কৌশল”।
কংগ্রেস সাংসদের মতে, এসআইআর নিছক আমলাতান্ত্রিক পদক্ষেপ নয়, এটি একটি “পরিকল্পিত ষড়যন্ত্র”। দেশের নাগরিকদের নির্যাতন এবং ভোটার চুরির পথকে প্রশস্ত করতে ডিজাইন করা কাগজপত্রের গোলকধাঁধা। রাহুল বলেন, “এসআইআর-এর ছদ্মবেশে দেশজুড়ে বিশৃঙ্খলা ছড়ানো হয়েছে। ফলাফল? হার্ট অ্যাটাক, স্ট্রেস ও আত্মহত্যা। তিন সপ্তাহে ষোলজন বিএলও প্রাণ হারিয়েছে। এসআইআর কোনও সংস্কার নয়, এটি একটি আরোপিত অত্যাচার।”
কমিশনকে তোপ দেগে কংগ্রেস নেতা বলেন, “যদি উদ্দেশ্য বিশুদ্ধ হত, তবে নির্বাচন কমিশন এই উন্মত্ত তাড়াহুড়োর চেয়ে জবাবদিহিতাকে মূল্য দিত। বিএলও-রা লাগাতার মানসিক চাপে জীবনকে শেষ করে দিচ্ছে।” কমিশনের ভূমিকাকে ‘ক্ষমতার বেদীতে গণতন্ত্র উৎসর্গ করার ষড়যন্ত্র’ বলেও তোপ দেগেছেন রাহুল। তিনি সাফ জানিয়েছেন, কংগ্রেস নির্বাচনী অখণ্ডতা রক্ষার লড়াই চালিয়ে যাবে।


















































