২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১৬তম রোজগার মেলায় ৫১,০০০ যুবক – যুবতীকে নিয়োগপত্র বিতরণ মোদির 

ইমামা খাতুন
  • আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
  • / 121

পুবের কলম, ওয়েব ডেস্ক: ১৬তম রোজগার মেলায় ৫১,০০০ হাজারেরও বেশি তরুণ- তরুণীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর ও সংস্থায় তাঁরা নিয়োগ পেয়েছেন। ভিডিয়ো কনফারেন্সেরের মাধ্যমে সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

 

আরও পড়ুন: ২৩ বছর পরে দাবা বিশ্বকাপ আয়োজনে ভারত, উচ্ছসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিয়োগপত্র দেওয়ার পর নিজের ভাষণে সকলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, এই যুবকেরা আজ থেকে সরকারি পরিষেবার নতুন দায়িত্ব গ্রহণ করছেন। আপনারা বিভিন্ন বিভাগে নিযুক্ত হলেও, সবার লক্ষ্য এক—জনসেবার মাধ্যমে দেশসেবা, যা ‘নাগরিক প্রথম’ নীতিতে পরিচালিত।

আরও পড়ুন: গণতন্ত্রই ভারতের শক্তি, দক্ষ কর্মশক্তিই আমাদের ভরসা: প্রধানমন্ত্রী মোদি

 

আরও পড়ুন: মোদি-ট্রাম্পের ‘ব্রোম্যান্সে’ ছেদ, ‘শুল্ক- শাস্তি’তে খোঁচা কংগ্রেসের

প্রধানমন্ত্রী ভারতের দুটি অসীম শক্তির কথা তুলে ধরেন—ডেমোগ্রাফি (জনসংখ্যার গঠন) ও ডেমোক্রেসি (গণতন্ত্র)।

 

তিনি বলেন, ভারতের যুবসম্পদ ও গণতন্ত্র দেশের এক অনন্য শক্তি। ভারত এই দুই শক্তির উপর ভিত্তি করেই আজ বিশ্বমঞ্চে নিজেকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করছে। আর পুরো বিশ্ব এই কথা মেনে নিয়েছে ।

 

উল্লেখ্য, বেকারত্ব মোচনে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রোজগার মেলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মেলার প্রধান লক্ষ্য হল

যুবক-যুবতীদের ক্ষমতায়ন এবং জাতি-গঠনে অংশগ্রহণের জন্য তাদের অর্থপূর্ণ সুযোগ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৬তম রোজগার মেলায় ৫১,০০০ যুবক – যুবতীকে নিয়োগপত্র বিতরণ মোদির 

আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ১৬তম রোজগার মেলায় ৫১,০০০ হাজারেরও বেশি তরুণ- তরুণীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর ও সংস্থায় তাঁরা নিয়োগ পেয়েছেন। ভিডিয়ো কনফারেন্সেরের মাধ্যমে সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

 

আরও পড়ুন: ২৩ বছর পরে দাবা বিশ্বকাপ আয়োজনে ভারত, উচ্ছসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিয়োগপত্র দেওয়ার পর নিজের ভাষণে সকলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, এই যুবকেরা আজ থেকে সরকারি পরিষেবার নতুন দায়িত্ব গ্রহণ করছেন। আপনারা বিভিন্ন বিভাগে নিযুক্ত হলেও, সবার লক্ষ্য এক—জনসেবার মাধ্যমে দেশসেবা, যা ‘নাগরিক প্রথম’ নীতিতে পরিচালিত।

আরও পড়ুন: গণতন্ত্রই ভারতের শক্তি, দক্ষ কর্মশক্তিই আমাদের ভরসা: প্রধানমন্ত্রী মোদি

 

আরও পড়ুন: মোদি-ট্রাম্পের ‘ব্রোম্যান্সে’ ছেদ, ‘শুল্ক- শাস্তি’তে খোঁচা কংগ্রেসের

প্রধানমন্ত্রী ভারতের দুটি অসীম শক্তির কথা তুলে ধরেন—ডেমোগ্রাফি (জনসংখ্যার গঠন) ও ডেমোক্রেসি (গণতন্ত্র)।

 

তিনি বলেন, ভারতের যুবসম্পদ ও গণতন্ত্র দেশের এক অনন্য শক্তি। ভারত এই দুই শক্তির উপর ভিত্তি করেই আজ বিশ্বমঞ্চে নিজেকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করছে। আর পুরো বিশ্ব এই কথা মেনে নিয়েছে ।

 

উল্লেখ্য, বেকারত্ব মোচনে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রোজগার মেলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মেলার প্রধান লক্ষ্য হল

যুবক-যুবতীদের ক্ষমতায়ন এবং জাতি-গঠনে অংশগ্রহণের জন্য তাদের অর্থপূর্ণ সুযোগ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।