০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চার রাজ্যের সফরে প্রধানমন্ত্রী, ৫০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জুলাই ২০২৩, বুধবার
  • / 133

পুবের কলম, ওয়েবডেস্ক: সদ্য মার্কিন সফর সেরে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের চাররাজ্যে সফরে যাচ্ছেন মোদি। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও রাজস্থান। উত্তরপ্রদেশ ছাড়া এই সমস্ত রাজ্যে এই বছরের শেষের দিকে ভোট হতে চলেছে৷ আগামী ৭ ও ৮ জুলাই এই চার রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। শিলান্যাস সহ ৫০টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের জন্য আনুমানিক খরচ পড়বে ৫০ কোটি টাকা।

বারাণসীতে প্রধানমন্ত্রী সোন নগর নয়া সেকশানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মালবাহী করিডোরের উদ্বোধন করবেন। মঙ্গলবার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি শুক্রবার দিল্লি থেকে রায়পুর যাবেন, সেখানে তিনি একাধিক শিলান্যাস সহ রায়পুর-বিশাখাপত্তনম করিডোরের ছয় লেন সহ একাধিক প্রকল্পর উদ্বোধন করবেন। এই কর্মসূচি সেরে প্রধানমন্ত্রী তারপরে গোরখপুরে যাবেন যেখানে গীতা প্রেসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তিনটি রুটে বন্দে ভারত ট্রেনগুলিকে ফ্ল্যাগ অফ করবেন এবং গোরখপুর রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গোরখপুর থেকে, মোদি তার নির্বাচনী এলাকা বারাণসীতে যাবেন সেখানে তিনি একাধিক মূল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

বারাণসীতে প্রধানমন্ত্রী ডেডিকেটেড ফ্রেইট করিডরের নতুন সেকশন থেকে সোন নগর পর্যন্ত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি এনএইচ ৫৬, বারাণসী-জৌনপুর চার লেন প্রশস্ত সড়কের উদ্বোধন করবেন। এছাড়াও মোদি মণিকরণ ঘাট, হরিশচন্দ্র ঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপণ করবেন। ৮ জুলাই বারাণসী থেকে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল যাবেন প্রধানমন্ত্রী। ওয়ারাঙ্গালে, তিনি নাগপুর-বিজয়ওয়াড়া করিডরের মূল অংশগুলি সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন: PM Modi-এর জন্মদিনেই কূটনৈতিক ধাক্কা,পাকিস্তানের সঙ্গে সউদি আরবের প্রতিরক্ষা চুক্তি

মোদি এনএইচ-৫৬৩ করিমনগর-ওয়ারঙ্গল সেকশনের চার-লেনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী একটি জনসভায় অংশগ্রহণের কথা আছে। প্রধানমন্ত্রী ওয়ারাঙ্গল থেকে বিকানীর যাবেন যেখানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। বিকানীর রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণেরও ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। পরে বিকানীরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন।   অমৃতসর-জামনগর   এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ সহ গ্রীন এনার্জি করিডোর ফেজ-১-এর জন্য আন্তঃরাজ্য ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চার রাজ্যের সফরে প্রধানমন্ত্রী, ৫০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি

আপডেট : ৫ জুলাই ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সদ্য মার্কিন সফর সেরে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের চাররাজ্যে সফরে যাচ্ছেন মোদি। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও রাজস্থান। উত্তরপ্রদেশ ছাড়া এই সমস্ত রাজ্যে এই বছরের শেষের দিকে ভোট হতে চলেছে৷ আগামী ৭ ও ৮ জুলাই এই চার রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। শিলান্যাস সহ ৫০টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের জন্য আনুমানিক খরচ পড়বে ৫০ কোটি টাকা।

বারাণসীতে প্রধানমন্ত্রী সোন নগর নয়া সেকশানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মালবাহী করিডোরের উদ্বোধন করবেন। মঙ্গলবার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি শুক্রবার দিল্লি থেকে রায়পুর যাবেন, সেখানে তিনি একাধিক শিলান্যাস সহ রায়পুর-বিশাখাপত্তনম করিডোরের ছয় লেন সহ একাধিক প্রকল্পর উদ্বোধন করবেন। এই কর্মসূচি সেরে প্রধানমন্ত্রী তারপরে গোরখপুরে যাবেন যেখানে গীতা প্রেসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তিনটি রুটে বন্দে ভারত ট্রেনগুলিকে ফ্ল্যাগ অফ করবেন এবং গোরখপুর রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গোরখপুর থেকে, মোদি তার নির্বাচনী এলাকা বারাণসীতে যাবেন সেখানে তিনি একাধিক মূল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

বারাণসীতে প্রধানমন্ত্রী ডেডিকেটেড ফ্রেইট করিডরের নতুন সেকশন থেকে সোন নগর পর্যন্ত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি এনএইচ ৫৬, বারাণসী-জৌনপুর চার লেন প্রশস্ত সড়কের উদ্বোধন করবেন। এছাড়াও মোদি মণিকরণ ঘাট, হরিশচন্দ্র ঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপণ করবেন। ৮ জুলাই বারাণসী থেকে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল যাবেন প্রধানমন্ত্রী। ওয়ারাঙ্গালে, তিনি নাগপুর-বিজয়ওয়াড়া করিডরের মূল অংশগুলি সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন: PM Modi-এর জন্মদিনেই কূটনৈতিক ধাক্কা,পাকিস্তানের সঙ্গে সউদি আরবের প্রতিরক্ষা চুক্তি

মোদি এনএইচ-৫৬৩ করিমনগর-ওয়ারঙ্গল সেকশনের চার-লেনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী একটি জনসভায় অংশগ্রহণের কথা আছে। প্রধানমন্ত্রী ওয়ারাঙ্গল থেকে বিকানীর যাবেন যেখানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। বিকানীর রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণেরও ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। পরে বিকানীরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন।   অমৃতসর-জামনগর   এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ সহ গ্রীন এনার্জি করিডোর ফেজ-১-এর জন্য আন্তঃরাজ্য ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির