কবিগুরু রবীন্দ্রনাথ সহ মহারাণা প্রতাপ ও স্বাধীনতা সংগ্রামী গোখলেকে জন্মদিবসে ট্যুইটে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

- আপডেট : ৯ মে ২০২২, সোমবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিবস। আজ কবিগুরুকে ট্যুইটে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মেবারের রাণা মহারাণা প্রতাপ ও স্বাধীনতা সংগ্রামী গোপাল কৃষ্ণ গোখলের জন্মদিন। আজ তাঁদের উদ্দেশেও ট্যুইট করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে ট্যুইটে বলেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জন্ম জয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। চিন্তা ও কর্মে তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন আজও। আমাদের জাতি, সংস্কৃতি এবং নীতি নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি। শিক্ষা এবং সামাজিক ক্ষমতায়নের উপর প্রতিনিয়ত জোর দিয়েছেন তিনি। আমরা ভারতের জন্য তাঁর স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।’
মোদি এদিন মহারাণা প্রতাপের উদ্দেশে ট্যুইট করে লেখেন, ‘আজ মেবারের ১৩ তম মহারাজার জন্মবার্ষিকী। বীর্য ও বীরত্বের সমার্থক মহারানা প্রতাপকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তাঁর সাহস ও সংগ্রামের গল্প দেশবাসীকে সবসময় অনুপ্রাণিত করবে।’
স্বাধীনতা সংগ্রামী গোপাল কৃষ্ণ গোখলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন ট্যুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘স্বাধীনতা সংগ্রামী গোপাল কৃষ্ণ গোখলের প্রতি আমার শ্রদ্ধা। আমাদের স্বাধীনতা সংগ্রামে গোপাল কৃষ্ণ গোখলের অবদান ভোলার নয়। গণতান্ত্রিক নীতি এবং সামাজিক ক্ষমতায়নের প্রতি তাঁর অটল অঙ্গীকার আমাদের অনুপ্রাণিত করে।’
উল্লেখ্য, আজ সর্বত্র বিশেষ শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মশতবার্ষিকী। ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িত জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। পরবর্তীতে তিনি একজন কবি, দার্শনিক, লেখক, নাট্যকার, ছোটগল্পকার, সুরকার রূপে আত্মপ্রকাশ করেন। ১৯১৩ সালে কবিগুরু ‘নোবেল’ পুরস্কারে পুরস্কৃত হন।