চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের

- আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
- / 238
পুবের কলম ওয়েবডেস্ক: চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা। মিছিল শুরুর আগেই জারি ধরপাকড়। শিয়ালদহ স্টেশন চত্বরে আটক একাধিক যোগ্য চাকরিহারা। শিয়ালদহ স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা স্টেশন চত্বর।চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা। মিছিল শুরুর আগেই জারি ধরপাকড়। শিয়ালদহ স্টেশন চত্বরে আটক একাধিক যোগ্য চাকরিহারা। শিয়ালদহ স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা স্টেশন চত্বর।

বৃহস্পতিবার ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানিয়েছিলেন শুক্রবারের মহামিছিলের কথা। সেইমতো এদিন বেলা ১১টা থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে জমায়েত শুরু হয়।

সেখান থেকে নবান্নমুখী মিছিল শুরু হওয়ার কথা ছিল। তবে সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।

বিশৃঙ্খলার প্রভূত সম্ভাবনার আশঙ্কা। তাই মিছিল শুরুর আগেই তাতে বাধা দেওয়া হয়। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে বেশ কয়েকজন চাকরিহারাকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশের ‘অতিসক্রিয়তা’র অভিযোগে সরব চাকরিহারারা।

চাকরিহারাদের দাবি, পুলিশ বহু নিরীহ নিত্যযাত্রীকেও অযথা আন্দোলনকারী ভেবে ভুল করছে। যাকে পারছে, তাকে পাকড়াও করছে।

শুধু শিয়ালদহ স্টেশন নয়, ধর্মতলা বাসস্ট্যান্ড চত্বরেও বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।


ধর্মতলা চত্বর থেকে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল।