১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের

চামেলি দাস
  • আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
  • / 238

ছবি: সন্দীপ সাহা

পুবের কলম ওয়েবডেস্ক: চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা। মিছিল শুরুর আগেই জারি ধরপাকড়। শিয়ালদহ স্টেশন চত্বরে আটক একাধিক যোগ্য চাকরিহারা। শিয়ালদহ স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা স্টেশন চত্বর।চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা। মিছিল শুরুর আগেই জারি ধরপাকড়। শিয়ালদহ স্টেশন চত্বরে আটক একাধিক যোগ্য চাকরিহারা। শিয়ালদহ স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা স্টেশন চত্বর।

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

বৃহস্পতিবার ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানিয়েছিলেন শুক্রবারের মহামিছিলের কথা। সেইমতো এদিন বেলা ১১টা থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে জমায়েত শুরু হয়।

আরও পড়ুন: এসএসসি: আজ থেকে পরীক্ষার আবেদনের প্রক্রিয়া শুরু

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

সেখান থেকে নবান্নমুখী মিছিল শুরু হওয়ার কথা ছিল। তবে সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

বিশৃঙ্খলার প্রভূত সম্ভাবনার আশঙ্কা। তাই মিছিল শুরুর আগেই তাতে বাধা দেওয়া হয়। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে বেশ কয়েকজন চাকরিহারাকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশের ‘অতিসক্রিয়তা’র অভিযোগে সরব চাকরিহারারা।

আরও পড়ুন: এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের

চাকরিহারাদের দাবি, পুলিশ বহু নিরীহ নিত্যযাত্রীকেও অযথা আন্দোলনকারী ভেবে ভুল করছে। যাকে পারছে, তাকে পাকড়াও করছে।

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

শুধু শিয়ালদহ স্টেশন নয়, ধর্মতলা বাসস্ট্যান্ড চত্বরেও বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা
চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

ধর্মতলা চত্বর থেকে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা। মিছিল শুরুর আগেই জারি ধরপাকড়। শিয়ালদহ স্টেশন চত্বরে আটক একাধিক যোগ্য চাকরিহারা। শিয়ালদহ স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা স্টেশন চত্বর।চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা। মিছিল শুরুর আগেই জারি ধরপাকড়। শিয়ালদহ স্টেশন চত্বরে আটক একাধিক যোগ্য চাকরিহারা। শিয়ালদহ স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা স্টেশন চত্বর।

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

বৃহস্পতিবার ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানিয়েছিলেন শুক্রবারের মহামিছিলের কথা। সেইমতো এদিন বেলা ১১টা থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে জমায়েত শুরু হয়।

আরও পড়ুন: এসএসসি: আজ থেকে পরীক্ষার আবেদনের প্রক্রিয়া শুরু

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

সেখান থেকে নবান্নমুখী মিছিল শুরু হওয়ার কথা ছিল। তবে সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

বিশৃঙ্খলার প্রভূত সম্ভাবনার আশঙ্কা। তাই মিছিল শুরুর আগেই তাতে বাধা দেওয়া হয়। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে বেশ কয়েকজন চাকরিহারাকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশের ‘অতিসক্রিয়তা’র অভিযোগে সরব চাকরিহারারা।

আরও পড়ুন: এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের

চাকরিহারাদের দাবি, পুলিশ বহু নিরীহ নিত্যযাত্রীকেও অযথা আন্দোলনকারী ভেবে ভুল করছে। যাকে পারছে, তাকে পাকড়াও করছে।

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

শুধু শিয়ালদহ স্টেশন নয়, ধর্মতলা বাসস্ট্যান্ড চত্বরেও বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।

চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা
চাকরিহারা শিক্ষকদের ‘অর্ধনগ্ন’ মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা, শিয়ালদহ স্টেশন ও এসপ্লেনেড ধরপাকড় পুলিশের
ছবি: সন্দীপ সাহা

ধর্মতলা চত্বর থেকে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল।