১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হেফাজতে নির্যাতনের ঘটনায় কাশ্মীরের পুলিশ আধিকারিকদের গ্রেফতারের নির্দেশ সুপ্রিম কোর্টের

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
  • / 119

পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার যৌথ জেরা কেন্দ্রে পুলিশ হেফাজতে রেখে নির্যাতনের শিকার হয়েছিলেন পুলিশ কনস্টেবল খুরশিদ আহমেদ চৌহান। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় সোমবার সুপ্রিম কোর্ট খুরশিদকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে দোষী পুলিশ আধিকারিকদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। সেই সঙ্গে সিবিআই তদন্তেরও নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ নাথের বেঞ্চে খুরশিদ আহমেদ চৌহান জানান, তাঁকে ছয় দিন অবৈধভাবে আটক রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, যার ফলে তাঁর গোপনাঙ্গে গুরুতর ক্ষত হয়। আত্মহত্যার চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের আবেদন করেন তিনি। হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, হেফাজতে এ ধরনের নির্যাতন মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। কোর্ট বলেছে, দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হেফাজতে নির্যাতনের ঘটনায় কাশ্মীরের পুলিশ আধিকারিকদের গ্রেফতারের নির্দেশ সুপ্রিম কোর্টের

আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার যৌথ জেরা কেন্দ্রে পুলিশ হেফাজতে রেখে নির্যাতনের শিকার হয়েছিলেন পুলিশ কনস্টেবল খুরশিদ আহমেদ চৌহান। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় সোমবার সুপ্রিম কোর্ট খুরশিদকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে দোষী পুলিশ আধিকারিকদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। সেই সঙ্গে সিবিআই তদন্তেরও নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ নাথের বেঞ্চে খুরশিদ আহমেদ চৌহান জানান, তাঁকে ছয় দিন অবৈধভাবে আটক রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, যার ফলে তাঁর গোপনাঙ্গে গুরুতর ক্ষত হয়। আত্মহত্যার চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের আবেদন করেন তিনি। হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, হেফাজতে এ ধরনের নির্যাতন মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। কোর্ট বলেছে, দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।