কলকাতায় হুকিং রুখতে পুরসভা ও সিইএসসিকে সঙ্গে নিয়ে অভিযান পুলিশের

- আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার
- / 18
পুবের কলম, ওয়েবডেস্ক: হুকিংয়ের বিরুদ্ধে কলকাতা পুরসভা ও সিইএসসিকে সঙ্গে নিয়ে একযোগে অভিযান শুরু করল পুলিশ। কলকাতার একবালপুরে এই অভিযান চালায় তারা। গত রবিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মা ও মেয়ের। এর পরেই জোরকদমে হুকিং রুখতে অভিযান শুরু হয়েছে। জুন থেকে পুরোদমে এই কাজ শুরু হবে।
বর্ষার পরে রাস্তার ধারে পথবাতিগুলিকে পুনরায় লাগানো হবে। আপাতত সেগুলিকে ঠিক-ঠাক আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। অপর একটি দল ওয়াটগঞ্জ থানা এলাকা গিয়ে বাসিন্দাদের কড়া হুঁশিয়ারি দেয়, যে বেআইনি ভাবে বিদ্যুতের লাইন নিলে পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ আশেপাশের এলাকাগুলিকে খতিয়ে দেখা জন্য সিইএসসিকে চিঠি দিয়েছে। এই পরিদর্শন ভিডিও রেকর্ডিং করে রাখা হয়।
এক উর্ধতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, জুন থেকেই এই কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মা-মেয়ের মর্মান্তিক মৃত্যুর জন্য জরুরি ভিত্তিতে এই কাজ শুরু করা হল। গোয়েন্দা বিভাগেরও সহায়তা নেওয়া হচ্ছে।