‘এক সপ্তাহে ফিরবে’ পুনম সাউ, ফোনে রজনীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

- আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
- / 153
পুবের কলম, ওয়েবডেস্ক: পাক সেনার হাতে ‘বন্দি’ জওয়ান পুনম সাউয়ের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর। অন্তঃসত্ত্বা রজনীর শরীরের খবরও নিলেন তিনি। এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পুনম আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর আশ্বাসে নিশ্চিন্ত রজনী-সহ গোটা সাউ পরিবার।
পহেলগাঁও হামলার পরেরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পুনম কুমার সাউ। ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি বলে জানা যায়। পাঠানকোটও জানান রজনী সাউ। আশ্বাস নিয়ে ফিরে আসেন। তার মাঝে শুরু হয়ে যায় অপারেশন সিঁদুর। উদ্বেগে দিন কাটাতে থাকে পরিবার। অবশেষে রবিবার পুনম সাউয়ের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনী সাউ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আশ্বাস দিয়েছেন, একসপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পুনম। এতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন গোটা সাউ পরিবার। স্বামীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন রজনী।
প্রসঙ্গত, রবিবার সকালেই রজনী সাউ ১০ মিনিটের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও জানান। এরপরেই বিকালে মুখ্যমন্ত্রী রজনী সাউয়ের সঙ্গে ফোনে কথা বলেন।