পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মানুষের ঢল (ফটো গ্যালারি)
Pope Francis funeral: পোপ ফ্রান্সিসের শেষ বিদায়

- আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
- / 201
পুবের কলম,ওয়েবডেস্ক: আজ সমাহিত (Pope Francis funeral) করা হবে পোপ ফ্রান্সিসকে। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষের ঢল। রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস চিরনিদ্রায় ( Pope Francis funeral) শায়িত হবেন। ইতিমধ্যেই সম্পন্ন হওয়ার পথে সব ধর্মীয় আচার। নিজের ভালোবাসার স্থান ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত ( Pope Francis funeral) করা হবে তাঁকে। গির্জাটি ভ্যাটিকানের বাইরে রোমে অবস্থিত। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ফ্রান্সিসই প্রথম পোপ, যাঁর শেষ ঠিকানা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় হচ্ছে না।
Pope Francis funeral: বিশ্ব নেতারা জড়ো হচ্ছেন ভ্যাটিকানে
ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় সোমবার মৃত্যু হয় ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের। পোপ হিসেবে প্রায় ১২ বছর দায়িত্ব পালনের সময় সেখানেই অবস্থান করেছেন তিনি। মৃত্যুর পর উন্মুক্ত কফিনে শোয়ানো লাল পোশাকে পোপের মরদেহ রাখা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। তিন দিন পর শুক্রবার স্থানীয় সময় রাত আটটায় ধর্মীয় আচারের মধ্য দিয়ে বন্ধ করা হয় কফিন।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের কিছু ছবি

