১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

Pope Leo চতুর্দশের ঐতিহাসিক তুরস্ক সফর

সুস্মিতা
  • আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার
  • / 120

পুবের কলম ওয়েবডেস্ক: খ্রিস্টান বিশ্বের দুই বৃহত্তম ধর্মগোষ্ঠী;রোমান ক্যাথলিক ও ইস্টার্ন অর্থোডক্স চার্চের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বিভেদ কাটাতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিতে যাচ্ছেন পোপ লিও (Pope Leo) চতুর্দশ। তিনি আনুষ্ঠানিকভাবে তুরস্ক সফরের প্রস্তুতি নিশ্চিত করেছেন, যা নিসিয়ার প্রথম ধর্মসভার ১,৭০০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হবে।

যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে; ২০২৫ সালের মে মাসে সফরটি হতে পারে, কারণ নিসিয়ার ধর্মসভাও মে মাসে শুরু হয়েছিল। ইজনিক শহর হবে মূল কেন্দ্র, যেখানে পোপ ও প্যাট্রিয়ার্ক বারথোলোমিউ যৌথ প্রার্থনা ও আলোচনায় অংশ নেবেন।
প্রথম আমেরিকান পোপ হিসেবে পোপ লিও (Pope Leo) এই সফরকে তার প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি যুক্তরাষ্ট্র কিংবা ফাতিমা, পর্তুগাল সফরের সম্ভাবনা আপাতত নাকচ করেছেন। সোমবার ভ্যাটিকানে ৬০০০ সাংবাদিকের সামনে বন্দি সাংবাদিকদের মুক্তি ও সত্যিকারের সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, ‘তাদের দুর্ভোগ জাতির বিবেককে প্রশ্নবিদ্ধ করে।’

আরও পড়ুন: ভ্যাটিকানে পোপ লিও-ভ্যান্স বৈঠক

পোপ (Pope Leo) সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যেন তারা বিভাজন ও উগ্রতার বিপরীতে কাজ করে এবং নির্বাকদের কণ্ঠস্বর তুলে ধরে। তবে শুধু কঠিন গুরু-গম্ভীর কথাই নয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ বেসবল, টেনিস, এবং শিকাগো হোয়াইট সক্স দলের প্রতি তাঁর পছন্দের কথা জানান। সাংবাদিকদের সঙ্গে হাসি-মজা করতেও দেখা যায় তাঁকে ।

আরও পড়ুন: সন্ত্রাসীদের আস্তানা ফিনল্যান্ড, ন্যাটো ইস্যুতে বেঁকে বসল তুরস্ক

আরও পড়ুন: হামাস-মুসলিম ব্রাদারহুড সম্পর্কে ইতিবাচক তুরস্ক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Pope Leo চতুর্দশের ঐতিহাসিক তুরস্ক সফর

আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: খ্রিস্টান বিশ্বের দুই বৃহত্তম ধর্মগোষ্ঠী;রোমান ক্যাথলিক ও ইস্টার্ন অর্থোডক্স চার্চের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বিভেদ কাটাতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিতে যাচ্ছেন পোপ লিও (Pope Leo) চতুর্দশ। তিনি আনুষ্ঠানিকভাবে তুরস্ক সফরের প্রস্তুতি নিশ্চিত করেছেন, যা নিসিয়ার প্রথম ধর্মসভার ১,৭০০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হবে।

যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে; ২০২৫ সালের মে মাসে সফরটি হতে পারে, কারণ নিসিয়ার ধর্মসভাও মে মাসে শুরু হয়েছিল। ইজনিক শহর হবে মূল কেন্দ্র, যেখানে পোপ ও প্যাট্রিয়ার্ক বারথোলোমিউ যৌথ প্রার্থনা ও আলোচনায় অংশ নেবেন।
প্রথম আমেরিকান পোপ হিসেবে পোপ লিও (Pope Leo) এই সফরকে তার প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি যুক্তরাষ্ট্র কিংবা ফাতিমা, পর্তুগাল সফরের সম্ভাবনা আপাতত নাকচ করেছেন। সোমবার ভ্যাটিকানে ৬০০০ সাংবাদিকের সামনে বন্দি সাংবাদিকদের মুক্তি ও সত্যিকারের সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, ‘তাদের দুর্ভোগ জাতির বিবেককে প্রশ্নবিদ্ধ করে।’

আরও পড়ুন: ভ্যাটিকানে পোপ লিও-ভ্যান্স বৈঠক

পোপ (Pope Leo) সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যেন তারা বিভাজন ও উগ্রতার বিপরীতে কাজ করে এবং নির্বাকদের কণ্ঠস্বর তুলে ধরে। তবে শুধু কঠিন গুরু-গম্ভীর কথাই নয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ বেসবল, টেনিস, এবং শিকাগো হোয়াইট সক্স দলের প্রতি তাঁর পছন্দের কথা জানান। সাংবাদিকদের সঙ্গে হাসি-মজা করতেও দেখা যায় তাঁকে ।

আরও পড়ুন: সন্ত্রাসীদের আস্তানা ফিনল্যান্ড, ন্যাটো ইস্যুতে বেঁকে বসল তুরস্ক

আরও পড়ুন: হামাস-মুসলিম ব্রাদারহুড সম্পর্কে ইতিবাচক তুরস্ক