রাজ্য ভলিতে চ্যাম্পিয়ন পোর্ট ট্রাস্ট ও মগরা

- আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার
- / 53
পুবের কলম প্রতিবেদক, কলকাতা: কলকাতার ভলিবল অ্যাসোসিয়েশনের মাঠে আয়োজিত হয়ে গেল সিনিয়র রাজ্য ভলিবল চ্যাম্পিয়নশিপ। ছেলে ও মেয়ে দুটি বিভাগেই এদিন ছিল সেমি ও ফাইনাল। মেয়েদের ফাইনালে পুলিশ এসিকে ৩-০ ফলে হারিয়ে চ্যাম্পিয়ন হল মগরা। অন্যদিকে ছেলেদের বিভাগে পুলিশকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল পোর্ট ট্রাস্ট। মেয়েদের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সৃজিতা সিংহ রায়, ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হলে জাফর আলি। দুই বিভাগে সেরা কোচ নির্বাচিত হয়েছেন যথাক্রমে কৌশিক চট্টোপাধ্যায় ও সৌরভ পাল। ফাইনালে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু। এছাড়াও খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক নৌশাদ সিদ্দিকি, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, রাজ্য ভলিবলের শীর্ষকর্তা রথীন রায়চৌধুরি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি চন্দন রায়চৌধুরি, প্রাক্তন খেলোয়াড় পিনাকী ঘোষ, বাবুন বন্দ্যোপাধ্যায়, বিশ্বরূপ দে-সহ অন্যান্যরা।