তীব্র গরমে বিদ্যুতের সমস্যায় নাজেহাল জয়নগর, মথুরাপুর-সহ আশেপাশের এলাকার মানুষ

- আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার
- / 75
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: তীব্র তাপদহের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ।আর এই তাপদহের মাঝেই ক্রমাগত লোডশেডিং-এ নাজেহাল জয়নগর, কুলতলি, মথুরাপুর, সাউথ বিষ্ণুপুর, রায়দিঘি এলাকার মানুষ। দিনের পর দিন কোনও কারণ ছাড়াই এই লোডশেডিং হয়ে চলেছে। এর ফলে নাজেহাল সাধারণ মানুষ।
২০১১ সালের পর থেকে বিদ্যুৎ পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হওয়ার পরেও কেন এই সমস্যা তা নিয়ে সোচ্চার সাধারণ মানুষ। স্থানীয় মানুষেরা বলেন, আমরা যেখানে ভালো পরিষেবা পাওয়ার জন্য সঠিক সময়ে বিদ্যুতের বিল পরিষোধ করি। শুধু দিনের বেলা নয়, এই গরমে রাতের বেলাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ছে এলাকা।
ঈদের দিন ও তার পরের দিন রাতে কোনও কারণ ছাড়াই বেশ কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে বহু এলাকা। আর বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ দফতরে ফোন করলে রাতের বেলায় ফোন ধরে না সেই সময়ের দায়িত্ব প্রাপ্ত বিদ্যুৎকর্মীরা। আমরা চাই এই সমস্যা থেকে মুক্তি। এব্যাপারে সাউথ বিষ্ণুপুর বিদ্যুৎ স্টেশন মাস্টার সঞ্জয় মণ্ডল কোনওভাবেই মন্তব্য করতে রাজি হননি। মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার এ ব্যাপারে বলেন, ২০১১ সালের পর থেকে রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি অনেক ভালো, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয় বটে, তবে তা জানতে পারলে সমাধানও করে দেওয়া হয়।
আমার বিধানসভা এলাকায় সেরকম কোনও সমস্যার খবর আপাতত নেই তবুও আমি এ ব্যাপারে দেখছি। জয়নগরে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জয়নগর বিদ্যুৎ দফতরের স্টেশন মাস্টার সাইফুল সরদার বলেন, জয়নগর টাউনের ওপরে কয়েকটি জায়গায় সমস্যা ছিল তা মিটিয়ে দেওয়া হয়েছে।তবে গত রবিবার রাতে ১১ হাজার লাইনে একটু সমস্যা তৈরি হওয়ায় কয়েকঘণ্টা বিদ্যুৎহীন ছিল এলাকা। আর কোনও সমস্যার খবর আমাদের কাছে নেই। দক্ষিণ বারাসাত বিদ্যুৎ দফতরের স্টেশন মাস্টার বলেন দু-একটি সমস্যা ছাড়া সেভাবে আমাদের কাছে কোনও খবর নেই।
এ বিষয়ে বিদ্যুৎ দফতরের জয়নগর ডিভিশনাল ম্যানেজার সৌমেন মণ্ডল বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য গত কয়েকদিনে একটু সমস্যা সৃষ্টি হয়েছিল বটে, তবে তা মিটে গিয়েছে। আগামী দিনেও আমরা আরও ভালো পরিষেবা দিতে চাই।জয়নগর এলাকায় কিছু কিছু ক্ষেত্রে হাইভোল্টেজের বিদ্যুতের তার সমস্যার কারণে মাটির তলা থেকেও দেওয়া হয়েছে।
আগামী দিনেও এই কাজ চলবে।আমরা চাই সমস্যার সমাধান করতে।এর জন্য সাধারণ মানুষের সহযোগিতা আমাদের কাছে দরকার। এ ব্যাপারে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, ইদানিং কালে জয়নগরে বিদ্যুতের সমস্যা আগে তুলনায় কিছুটা বেড়ে গিয়েছে আমি বারংবার বিদ্যুৎ দফতরের একাধিক আধিকারিককে এ ব্যাপারে জানিয়েছি। আবার জানাব।আগামী দিনেও আমি চাই আমার বিধানসভা এলাকার মানুষ সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা পায়।