১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যথাযথভাবেই পয়লা বৈশাখ উদ্যাপন করা হবে: সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
  • / 90

ঢাকা , ১৮ জানুয়ারি: দেশটা একই আছে। কেবল হাসিনা নেই। ফলে দেশের সমস্ত কিছু বদলে যাওয়ার কোনও বাস্তবতা নেই। তারপরও একটা নেতিবাচক প্রচার চলছে। যেখানে বলা হচ্ছে এবার আর পয়লা বৈশাখ সেইভাবে হবে না। যারা প্রচার করছে তাদের ভাবখানা হল, পয়লা বৈশাখ যেন হাসিনার অনুষ্ঠান। তিনি যেহেতু পালিয়ে ভারতে আশ্রিত, তাই বোধহয় পয়লা বৈশাখ পালন আর সেভাবে হবে না। এদিন তারা স্পষ্ট জবাব দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

 

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

মঙ্গলবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে ফারুকী বলেন,অতীতে যেভাবে পয়লা বৈশাখ উদ্যাপন করা হতো সেভাবেই তা হবে। জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি বলেন, শিল্প-সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে বলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু আসল কত হল, এখন প্রচুর  সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

আরও পড়ুন: ফের কেন্দ্রের নিষেধাজ্ঞা: বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানি বন্ধ

পয়লা বৈশাখ বাঙালির একটি বড় উৎসব। এটি প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে। মঙ্গলবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আমি সব কাজ ফেসবুকে ঘোষণা দিয়ে করব না। অনেক কাজ আমি আড়ালে করে থাকি। সব কাজ শুধু ঘোষণা দিয়ে ক্রেডিট নিতে হবে তা নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক কথা অনেকে বলবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রত্যেকটি কথার উত্তর আমরা দিতে পারি না।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চিত্রগুলো মাঠপর্যায় প্রচারের কোনো নির্দেশনা ডিসিদের দেওয়া হয়েছে কি না; জানতে চাইলে তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে অনেকগুলো ডকুমেন্টারি বানানো হয়েছে। এগুলো মাঠপর্যায়ের প্রশাসন এবং শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রচার করা হচ্ছে।

 

ফারুকী আরও বলেন, গত ১৫ বছর যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখন তার চেয়ে আরও বেশি হচ্ছে। আওয়ামী লীগ সরকারের  শাসনামলেও অনেক বাউলকে ধরে মাথার চুল কেটে দেওয়া হয়েছে এবং অনেক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্যা তখনও ছিল, এখনও আছে। তবে এখনকার সমস্যাগুলোকে কেউ কেউ বড় করে দেখানোর চেষ্টা করছে।

 

আমি সবাইকে অনুরোধ করব, আপনারা একটু খেয়াল করে দেখুন এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কী পরিমাণ হচ্ছে? ফলে ঢালাওভাবে মন্তব্য করাটা মুশকিল। আমরা একদিনে এই বাংলাদেশকে বদলে ফেলতে পারব না। আমরা দেশটাকে পেয়েছি পুলিশবিহীন অবস্থায়। সেখান থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসন ঠিক করে এখানে আসাটা সহজকাজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যথাযথভাবেই পয়লা বৈশাখ উদ্যাপন করা হবে: সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার

ঢাকা , ১৮ জানুয়ারি: দেশটা একই আছে। কেবল হাসিনা নেই। ফলে দেশের সমস্ত কিছু বদলে যাওয়ার কোনও বাস্তবতা নেই। তারপরও একটা নেতিবাচক প্রচার চলছে। যেখানে বলা হচ্ছে এবার আর পয়লা বৈশাখ সেইভাবে হবে না। যারা প্রচার করছে তাদের ভাবখানা হল, পয়লা বৈশাখ যেন হাসিনার অনুষ্ঠান। তিনি যেহেতু পালিয়ে ভারতে আশ্রিত, তাই বোধহয় পয়লা বৈশাখ পালন আর সেভাবে হবে না। এদিন তারা স্পষ্ট জবাব দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

 

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

মঙ্গলবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে ফারুকী বলেন,অতীতে যেভাবে পয়লা বৈশাখ উদ্যাপন করা হতো সেভাবেই তা হবে। জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি বলেন, শিল্প-সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে বলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু আসল কত হল, এখন প্রচুর  সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

আরও পড়ুন: ফের কেন্দ্রের নিষেধাজ্ঞা: বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানি বন্ধ

পয়লা বৈশাখ বাঙালির একটি বড় উৎসব। এটি প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে। মঙ্গলবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আমি সব কাজ ফেসবুকে ঘোষণা দিয়ে করব না। অনেক কাজ আমি আড়ালে করে থাকি। সব কাজ শুধু ঘোষণা দিয়ে ক্রেডিট নিতে হবে তা নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক কথা অনেকে বলবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রত্যেকটি কথার উত্তর আমরা দিতে পারি না।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চিত্রগুলো মাঠপর্যায় প্রচারের কোনো নির্দেশনা ডিসিদের দেওয়া হয়েছে কি না; জানতে চাইলে তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে অনেকগুলো ডকুমেন্টারি বানানো হয়েছে। এগুলো মাঠপর্যায়ের প্রশাসন এবং শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রচার করা হচ্ছে।

 

ফারুকী আরও বলেন, গত ১৫ বছর যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখন তার চেয়ে আরও বেশি হচ্ছে। আওয়ামী লীগ সরকারের  শাসনামলেও অনেক বাউলকে ধরে মাথার চুল কেটে দেওয়া হয়েছে এবং অনেক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্যা তখনও ছিল, এখনও আছে। তবে এখনকার সমস্যাগুলোকে কেউ কেউ বড় করে দেখানোর চেষ্টা করছে।

 

আমি সবাইকে অনুরোধ করব, আপনারা একটু খেয়াল করে দেখুন এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কী পরিমাণ হচ্ছে? ফলে ঢালাওভাবে মন্তব্য করাটা মুশকিল। আমরা একদিনে এই বাংলাদেশকে বদলে ফেলতে পারব না। আমরা দেশটাকে পেয়েছি পুলিশবিহীন অবস্থায়। সেখান থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসন ঠিক করে এখানে আসাটা সহজকাজ নয় বলেও মন্তব্য করেন তিনি।