০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিহার ভোটের আগে বড় ঘোষণা প্রশান্ত কিশোরের

সুস্মিতা
  • আপডেট : ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
  • / 501

জানালেন নিজেও লড়বেন বিধানসভা নির্বাচনে

পুবের কলম ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতেই একটি বড় রাজনৈতিক বার্তা দিলেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সোমবার তিনি ঘোষণা করেছেন যে, আসন্ন নির্বাচনে তিনিও প্রার্থী হিসেবে লড়বেন।

পাশাপাশি তাঁর দল জন সুরজ পার্টির প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ৯ অক্টোবর। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এদিন দিল্লিতে জানিয়েছেন যে, বিহার বিধানসভা নির্বাচন দু’টি দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর, আর ভোটগণনা হবে ১৪ নভেম্বর ।

আরও পড়ুন: বিহার নির্বাচনে এনডিএর টিকিট বণ্টনে উচ্চবর্ণের দাপট! বলছে তথ্য

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর বলেন যে , তআমাদের প্রার্থীর তালিকা ৯ অক্টোবর প্রকাশ করা হবে, আর সেটি অনেককে চমকে দেবে । সেই তালিকায় আমার নামও থাকবে ।দ তবে তিনি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা কিন্তু প্রকাশ করতে চাননি। তাঁর কথায়, ৯ অক্টোবর জানতে পারবেন। দলের জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নে প্রশান্ত কিশোর দাবি করেন, জন সুরজ পার্টি রাজ্যের সেই ২৮ শতাংশ ভোটারদের সমর্থন পাবে, যারা গত নির্বাচনে এনডিএ বা ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দেয়নি।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

তিনি বলেন যে, তগত ভোটে দুই জোট মিলে ৭২ শতাংশ ভোট পায়। অবশিষ্ট ২৮ শতাংশ ভোট এবার আমরা পাব। পাশাপাশি, অনেকের মতে, আমাদের দল এনডিএ এবং ইন্ডিয়া উভয় জোট থেকেই প্রায় ১০ শতাংশ করে ভোট পাবে । সেক্ষেত্রে মোট ৪৮ শতাংশ ভোট পাওয়ার আশা করছি । ফলে বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোরের এই ঘোষণা নিঃসন্দেহে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: ১৫০টির বেশি আসন পাবে জন সুরাজ পার্টি: ভোটের আগে বড় দাবি পিকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহার ভোটের আগে বড় ঘোষণা প্রশান্ত কিশোরের

আপডেট : ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

জানালেন নিজেও লড়বেন বিধানসভা নির্বাচনে

পুবের কলম ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতেই একটি বড় রাজনৈতিক বার্তা দিলেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সোমবার তিনি ঘোষণা করেছেন যে, আসন্ন নির্বাচনে তিনিও প্রার্থী হিসেবে লড়বেন।

পাশাপাশি তাঁর দল জন সুরজ পার্টির প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ৯ অক্টোবর। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এদিন দিল্লিতে জানিয়েছেন যে, বিহার বিধানসভা নির্বাচন দু’টি দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর, আর ভোটগণনা হবে ১৪ নভেম্বর ।

আরও পড়ুন: বিহার নির্বাচনে এনডিএর টিকিট বণ্টনে উচ্চবর্ণের দাপট! বলছে তথ্য

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর বলেন যে , তআমাদের প্রার্থীর তালিকা ৯ অক্টোবর প্রকাশ করা হবে, আর সেটি অনেককে চমকে দেবে । সেই তালিকায় আমার নামও থাকবে ।দ তবে তিনি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা কিন্তু প্রকাশ করতে চাননি। তাঁর কথায়, ৯ অক্টোবর জানতে পারবেন। দলের জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নে প্রশান্ত কিশোর দাবি করেন, জন সুরজ পার্টি রাজ্যের সেই ২৮ শতাংশ ভোটারদের সমর্থন পাবে, যারা গত নির্বাচনে এনডিএ বা ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দেয়নি।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

তিনি বলেন যে, তগত ভোটে দুই জোট মিলে ৭২ শতাংশ ভোট পায়। অবশিষ্ট ২৮ শতাংশ ভোট এবার আমরা পাব। পাশাপাশি, অনেকের মতে, আমাদের দল এনডিএ এবং ইন্ডিয়া উভয় জোট থেকেই প্রায় ১০ শতাংশ করে ভোট পাবে । সেক্ষেত্রে মোট ৪৮ শতাংশ ভোট পাওয়ার আশা করছি । ফলে বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোরের এই ঘোষণা নিঃসন্দেহে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: ১৫০টির বেশি আসন পাবে জন সুরাজ পার্টি: ভোটের আগে বড় দাবি পিকের