২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিচারপতি ভার্মাকে সরানোর প্রস্তুতি, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে কেন্দ্র

চামেলি দাস
  • আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
  • / 140

পুবের কলম ওয়েবডেস্ক: বিচারপতির যশবন্ত ভার্মার বাড়ি থেকে নগদ উদ্ধারের ঘটনায় ইমপিচমেন্টের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। আসন্ন বাদল অধিবেশনে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করতে চলেছে শাসক দল। সূত্রের খবর, সংসদে বিচারপতির বিরুদ্ধে এই প্রস্তাব আনতে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গেও কথা বলবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

গত ১৪ মার্চ, হোলির দিন তৎকালীন দিল্লি হাইকোর্টের বিচারপতি ভার্মার বাড়িতে অগ্নিকাণ্ড ও বিপুল পরিমাণ পোড়া টাকা উদ্ধার হয়। পুড়ে যাওয়া ওই নোটের বান্ডিল হিসাব বহির্ভূত টাকা ছিল বলে অভিযোগ ওঠে। মামলার তদন্তে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে দেন। এই কমিটি বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতার প্রমাণ পেলেও সেভাবে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।  দিল্লি হাইকোর্ট থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় এলাহাবাদ হাইকোর্টে। ঘটনার জেরে বারবার এই ইস্যুতে সরব হয়েছে সরকার পক্ষ। খোদ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় প্রশ্ন তোলেন কেন এই ঘটনায় এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

যশবন্ত ভার্মার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলেও তদন্ত কমিটির তরফে তাঁকে পদত্যাগ করতে বলা হয়। বিচারপতি অভিযোগ অস্বীকার করেন এবং ইস্তফা দিতে অস্বীকার করেন। ঘটনার পর তদন্তের প্রাথমিক রিপোর্ট সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পাঠায় কমিটি। সরকারি সূত্রের খবর, ওই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই আসন্ন বাদল অধিবেশনে বিচারপতি ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া শুরু করছে সরকার পক্ষ।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিচারপতি ভার্মাকে সরানোর প্রস্তুতি, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে কেন্দ্র

আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিচারপতির যশবন্ত ভার্মার বাড়ি থেকে নগদ উদ্ধারের ঘটনায় ইমপিচমেন্টের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। আসন্ন বাদল অধিবেশনে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করতে চলেছে শাসক দল। সূত্রের খবর, সংসদে বিচারপতির বিরুদ্ধে এই প্রস্তাব আনতে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গেও কথা বলবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

গত ১৪ মার্চ, হোলির দিন তৎকালীন দিল্লি হাইকোর্টের বিচারপতি ভার্মার বাড়িতে অগ্নিকাণ্ড ও বিপুল পরিমাণ পোড়া টাকা উদ্ধার হয়। পুড়ে যাওয়া ওই নোটের বান্ডিল হিসাব বহির্ভূত টাকা ছিল বলে অভিযোগ ওঠে। মামলার তদন্তে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে দেন। এই কমিটি বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতার প্রমাণ পেলেও সেভাবে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।  দিল্লি হাইকোর্ট থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় এলাহাবাদ হাইকোর্টে। ঘটনার জেরে বারবার এই ইস্যুতে সরব হয়েছে সরকার পক্ষ। খোদ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় প্রশ্ন তোলেন কেন এই ঘটনায় এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

যশবন্ত ভার্মার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলেও তদন্ত কমিটির তরফে তাঁকে পদত্যাগ করতে বলা হয়। বিচারপতি অভিযোগ অস্বীকার করেন এবং ইস্তফা দিতে অস্বীকার করেন। ঘটনার পর তদন্তের প্রাথমিক রিপোর্ট সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পাঠায় কমিটি। সরকারি সূত্রের খবর, ওই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই আসন্ন বাদল অধিবেশনে বিচারপতি ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া শুরু করছে সরকার পক্ষ।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা