১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাহুলকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন যশবন্ত সিনহা। কংগ্রেস, এনসিপি, তৃণমূল, এসপি, বাম দল সহ মোট ১৭টি বিজেপি বিরোধী দলের জোট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত  সিনহাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচিত করে। মনোনয়ন জমার সময় যশবন্তের পাশে ছিলেন রাহুল গান্ধি।

কংগ্রেস নেতা রাহুল গান্ধির পাশাপাশি ছিলেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়,  এনসিপি প্রধান শরদ পওয়ার,  এনসি প্রধান ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।  যশবন্ত সিনহা জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি নরেন্দ্র মোদী সরকারের রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করবেন না। পিপলস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন।

আরও পড়ুন: ফরাক্কায় এবার গণইস্তফা মাইক্রো অবজার্ভারদের

আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচন।  ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চলেছে।

আরও পড়ুন: ১৫ জুলাই উত্তরাখণ্ড সরকারের কাছে জমা পড়বে ইউসি খসড়া রিপোর্ট

গত শুক্রবারই ইউপিএ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আধিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। প্রথম প্রস্তাবক হন মোদি। নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত  শাহ প্রমুখ।

আরও পড়ুন: প্রাথমিকের টেটে আবেদন জমা পড়ল প্রায় ৭ লক্ষ

দীর্ঘ বছর আইএএস হিসেবে দায়িত্ব পালন করেছেন যশবন্ত সিনহা। ১৯৮৪ সালে আইএএস অফিসার হিসাবে পদত্যাগ করেন। পা রাখেন রাজনীতিতে।  যোগ দেন জনতা দলে। ১৯৮৮ সালে তিনি রাজ্যসভার সদস্য হন দলের তরফে।  ১৯৯৬ সালে বিজেপির জাতীয় মুখপাত্র হন। ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত  লাগাতার হাজারিবাগ কেন্দ্র থেকে জিতে সাংসদ নির্বাচিত হন। ৯৯৮ সালে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও পরে ২০০২ সালে যশবন্ত সিনহা কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর দায়িত্বভার সামলান। পরে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে। তৃণমূলে যোগ দেন যশবন্ত সিনহা। সেই পদ ছেড়ে তিনি। একটি ট্যুইট করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে দেশের বৃহত্তর ঐক্যের জন্য স্বার্থরক্ষায় তৃণমূল থেকে সরে দাঁড়ান তিনি।

 

 

 

সর্বধিক পাঠিত

নতুন করে স্বাস্থ্যের অবনতি হয়নি আক্রান্তদের, নিপা আক্রান্তের খবর নেই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাহুলকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা

আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন যশবন্ত সিনহা। কংগ্রেস, এনসিপি, তৃণমূল, এসপি, বাম দল সহ মোট ১৭টি বিজেপি বিরোধী দলের জোট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত  সিনহাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচিত করে। মনোনয়ন জমার সময় যশবন্তের পাশে ছিলেন রাহুল গান্ধি।

কংগ্রেস নেতা রাহুল গান্ধির পাশাপাশি ছিলেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়,  এনসিপি প্রধান শরদ পওয়ার,  এনসি প্রধান ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।  যশবন্ত সিনহা জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি নরেন্দ্র মোদী সরকারের রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করবেন না। পিপলস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন।

আরও পড়ুন: ফরাক্কায় এবার গণইস্তফা মাইক্রো অবজার্ভারদের

আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচন।  ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চলেছে।

আরও পড়ুন: ১৫ জুলাই উত্তরাখণ্ড সরকারের কাছে জমা পড়বে ইউসি খসড়া রিপোর্ট

গত শুক্রবারই ইউপিএ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আধিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। প্রথম প্রস্তাবক হন মোদি। নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত  শাহ প্রমুখ।

আরও পড়ুন: প্রাথমিকের টেটে আবেদন জমা পড়ল প্রায় ৭ লক্ষ

দীর্ঘ বছর আইএএস হিসেবে দায়িত্ব পালন করেছেন যশবন্ত সিনহা। ১৯৮৪ সালে আইএএস অফিসার হিসাবে পদত্যাগ করেন। পা রাখেন রাজনীতিতে।  যোগ দেন জনতা দলে। ১৯৮৮ সালে তিনি রাজ্যসভার সদস্য হন দলের তরফে।  ১৯৯৬ সালে বিজেপির জাতীয় মুখপাত্র হন। ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত  লাগাতার হাজারিবাগ কেন্দ্র থেকে জিতে সাংসদ নির্বাচিত হন। ৯৯৮ সালে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও পরে ২০০২ সালে যশবন্ত সিনহা কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর দায়িত্বভার সামলান। পরে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে। তৃণমূলে যোগ দেন যশবন্ত সিনহা। সেই পদ ছেড়ে তিনি। একটি ট্যুইট করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে দেশের বৃহত্তর ঐক্যের জন্য স্বার্থরক্ষায় তৃণমূল থেকে সরে দাঁড়ান তিনি।