১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

BIG BREAKING: মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

পুবের কলম,ওয়েবডেস্ক: বীরেনের উত্তরসূরী না পেয়ে মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন। চতুর্দিক থেকে  চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করেন অগ্নিগর্ভ মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ।  ৯ ফেব্রুয়ারি ইস্তফা দেন এন বীরেন। আর বুধবার, ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হল।

 READ MORE: BIG BREAKING: মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

 

আরও পড়ুন: তিন দিনের গুজরাত সফরে রাষ্ট্রপতি, প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন মুর্মুর

খবরের এক ঝলক

১) ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় একপ্রকার বিনা নোটিসে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

আরও পড়ুন: মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন, ‘শুধুই শিলান্যাস করতে গিয়েছিলেন’, অভিযোগ কংগ্রেসের

২)  মাঝে দিন কয়েকের জন্য সেই রাজ্যে সেনা-শাসন জারি হলেও লাভের লাভ কিছু হয়নি।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

৩) গত দেড় বছরের বেশি সময় ধরে জাতিহিংসায় উত্তপ্ত উত্তরপূর্বের রাজ্য। কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া অসংখ্য মানুষ।

৪) বীরেন সিংয়ের পর কে হবেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী। তা নিয়ে জল্পনা চড়ছিল। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগের চার দিনের মাথায় হিংসা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হল।

৫) বিগত প্রায় দু’বছর ধরে কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মণিপুর।

৬) বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়।

৭)  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে, সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না।

https://youtu.be/PhVJ5ohlOCA

 

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যত দ্রুত সম্ভব ইরান ছাড়ুন: ভারতীয় নাগরিকদের জরুরি নির্দেশ দিল ভারতীয় দূতাবাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

BIG BREAKING: মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বীরেনের উত্তরসূরী না পেয়ে মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন। চতুর্দিক থেকে  চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করেন অগ্নিগর্ভ মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ।  ৯ ফেব্রুয়ারি ইস্তফা দেন এন বীরেন। আর বুধবার, ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হল।

 READ MORE: BIG BREAKING: মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

 

আরও পড়ুন: তিন দিনের গুজরাত সফরে রাষ্ট্রপতি, প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন মুর্মুর

খবরের এক ঝলক

১) ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় একপ্রকার বিনা নোটিসে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

আরও পড়ুন: মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন, ‘শুধুই শিলান্যাস করতে গিয়েছিলেন’, অভিযোগ কংগ্রেসের

২)  মাঝে দিন কয়েকের জন্য সেই রাজ্যে সেনা-শাসন জারি হলেও লাভের লাভ কিছু হয়নি।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

৩) গত দেড় বছরের বেশি সময় ধরে জাতিহিংসায় উত্তপ্ত উত্তরপূর্বের রাজ্য। কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া অসংখ্য মানুষ।

৪) বীরেন সিংয়ের পর কে হবেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী। তা নিয়ে জল্পনা চড়ছিল। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগের চার দিনের মাথায় হিংসা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হল।

৫) বিগত প্রায় দু’বছর ধরে কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মণিপুর।

৬) বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়।

৭)  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে, সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না।

https://youtu.be/PhVJ5ohlOCA