১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকের টেটের ফলপ্রকাশ: প্রথম ইনা, মুসলিমদের মধ্যে প্রথম, মেধা তালিকায় তৃতীয় মেহেদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 18

প্রাইমারি টেটের ফল ঘোষণা- (ছবি-রমিত মুখোপাধ্যায়)

সেখ কুতুবউদ্দিন: প্রকাশিত হল প্রাথমিক শিক্ষা পর্ষদের টেটের ফল। এবারের টেটের ফলাফলে মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথম দশের মেধা তালিকা প্রকাশ করল পর্ষদ। শুক্রবার পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, এ বছর মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের ইনা সিং। তাঁর প্রাপ্ত নম্বর (১৩২)। দ্বিতীয় স্থানে চার জন, এঁরা হলেন মৌনিষা কুণ্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায়, অদিতি মজুমদার। তৃতীয় স্থানে ৪ জন। এঁদের মধ্যে উত্তর ২৪ পরগণার মুসলিম প্রার্থী মেহেদি হাসানও তৃতীয় স্থান দ’ল করেছেন। মেধা তালিকায় মেয়েদের জয়জয়কার।

এদিন সাংবাদিক সম্মেলনের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সকল টেট উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে পর্ষদ সভাপতির কথায় একমত হয়ে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, প্রতি বছর টেট পরীক্ষা হবে। সেই প্রস্তুতিও শুরু হয়েছে। ২০২৩ সালের শেষের দিকে হতে পারে টেট পরীক্ষা। পর্ষদ সভাপতি জানান, দু’ মাসের মধ্যে ফলাফল প্রকাশেত হয়েছে। মোট পাশ করেছে ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতকরা হারে ২৪.৩১ শতাংশ। মহিলা পরীক্ষার্থী পাশ করেছেন ৬৯ হাজার ৪০৮ জন। পুরুষ পরীক্ষার্থী পাশ করেছেন ৮১ হাজার ৭৭ জন। ওবিসি-‘এ’ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৬৮৬ জন, ওবিসি ‘বি’ ৩৬ হাজার ৮৮, এসসি ৩৫ হাজার ৪২, এসটি- ১ হাজার ৯৫৭ জন।

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

২০২২ সালের টেট পরীক্ষার জন্য মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। পর্ষদ জানিয়েছে, পরীক্ষায় সব বিষয় মিলে মোট ১৫০ নম্বরের পরীক্ষা হয়েছে। এর মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য পাশ নম্বর ৯০ এবং সংরক্ষিত প্রার্থীদের নম্বর সর্বনিম্ন ৮২।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থানাধিকারী জয়নগরের সৌম্যদীপ দও প্রফেসর হতে চায়

প্রাথমিক টেটের ফলাফল এদিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, টেটে প্রথম বর্ধমানের ইনা সিংহ। চারজন দ্বিতীয় হয়েছেন। তৃতীয় স্থানেও রয়েছেন ৪ জন। মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে রয়েছেন ১৭৭ জন। দিন পর্ষদ বেলা একটায় ফল ঘোষণা করলেও বিকেল তিনটে থেকে ফলাফল পর্ষদের ওয়েবসাইটে জানতে পারবে বলে জানিয়ে দেওয়া হয়।
রেজাল্টের জন্য প্রার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ক্যাটাগরি, সাব-ক্যাটাগরি, পেজ-ক্যাটাগরি, প্রশ্নের বুকলেট নম্বর এবং সিরিজ, ওমআর বারকোড নম্বর থাকবে।

আরও পড়ুন: Breaking: উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ৮ মুসলিম

www.wbbpe.org / wbbprimaryeducation.orgôé -এই দুটি ওয়েবসাইট দিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটে রোল নম্বর এবং প্রয়োজনী তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যেয় প্রাথমিকের টেটের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করে পর্ষদ। এদিন পর্ষদ জানিয়ে দেয়, ভুল থাকা মোট চারটি প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই পরিপ্রেক্ষিতে পর্ষদ জানায়, চারটি প্রশ্নে ভুল ছিল। সকলকেই ৪ নম্বর করে দেওয়া হয়েছে বলে জানায় পর্ষদ।
এদিন পর্ষদ সভাপতি জানান, কোনও সমস্যা বা বিতর্ক যাতে তৈরি না হয়, সেজন্য আগেভাগেই পর্ষদের তরফে চারটি প্রশ্নের জেরে পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত এই চারটি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নের ছাপাগত ভুল রয়েছে, কোন প্রশ্নের অপশনে ভুল রয়েছে, আবার কোন প্রশ্নে তথ্যগত ভুল রয়েছে। প্রাথমিকের টেটের প্রশ্ন নিয়ে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ দের থেকে মতামত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিশেষজ্ঞদের থেকে মতামত নেওয়ার পরই পর্ষদের তরফে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুকলেটের কোন প্রশ্নের ভুল রয়েছে এবং কোন বুকলেটের কোন প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হচ্ছে সেটাও বিস্তারিত আকারে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।

আধিকারিকদের দাবি, প্রাথমিকের টেটের ফল প্রকাশের পর পরই যাতে পরীক্ষার্থীদের মধ্যে কোন বিভ্রান্তি না হয়, তার জন্যই আগেভাগেই কোন প্রশ্নের কোন তথ্যগত ভুল বা ছাপাগত ভুল রয়েছে, তা সবিস্তারে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ৩টে থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাথমিকের টেটের ফলপ্রকাশ: প্রথম ইনা, মুসলিমদের মধ্যে প্রথম, মেধা তালিকায় তৃতীয় মেহেদি

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার

সেখ কুতুবউদ্দিন: প্রকাশিত হল প্রাথমিক শিক্ষা পর্ষদের টেটের ফল। এবারের টেটের ফলাফলে মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথম দশের মেধা তালিকা প্রকাশ করল পর্ষদ। শুক্রবার পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, এ বছর মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের ইনা সিং। তাঁর প্রাপ্ত নম্বর (১৩২)। দ্বিতীয় স্থানে চার জন, এঁরা হলেন মৌনিষা কুণ্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায়, অদিতি মজুমদার। তৃতীয় স্থানে ৪ জন। এঁদের মধ্যে উত্তর ২৪ পরগণার মুসলিম প্রার্থী মেহেদি হাসানও তৃতীয় স্থান দ’ল করেছেন। মেধা তালিকায় মেয়েদের জয়জয়কার।

এদিন সাংবাদিক সম্মেলনের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সকল টেট উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে পর্ষদ সভাপতির কথায় একমত হয়ে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, প্রতি বছর টেট পরীক্ষা হবে। সেই প্রস্তুতিও শুরু হয়েছে। ২০২৩ সালের শেষের দিকে হতে পারে টেট পরীক্ষা। পর্ষদ সভাপতি জানান, দু’ মাসের মধ্যে ফলাফল প্রকাশেত হয়েছে। মোট পাশ করেছে ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতকরা হারে ২৪.৩১ শতাংশ। মহিলা পরীক্ষার্থী পাশ করেছেন ৬৯ হাজার ৪০৮ জন। পুরুষ পরীক্ষার্থী পাশ করেছেন ৮১ হাজার ৭৭ জন। ওবিসি-‘এ’ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৬৮৬ জন, ওবিসি ‘বি’ ৩৬ হাজার ৮৮, এসসি ৩৫ হাজার ৪২, এসটি- ১ হাজার ৯৫৭ জন।

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

২০২২ সালের টেট পরীক্ষার জন্য মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। পর্ষদ জানিয়েছে, পরীক্ষায় সব বিষয় মিলে মোট ১৫০ নম্বরের পরীক্ষা হয়েছে। এর মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য পাশ নম্বর ৯০ এবং সংরক্ষিত প্রার্থীদের নম্বর সর্বনিম্ন ৮২।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থানাধিকারী জয়নগরের সৌম্যদীপ দও প্রফেসর হতে চায়

প্রাথমিক টেটের ফলাফল এদিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, টেটে প্রথম বর্ধমানের ইনা সিংহ। চারজন দ্বিতীয় হয়েছেন। তৃতীয় স্থানেও রয়েছেন ৪ জন। মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে রয়েছেন ১৭৭ জন। দিন পর্ষদ বেলা একটায় ফল ঘোষণা করলেও বিকেল তিনটে থেকে ফলাফল পর্ষদের ওয়েবসাইটে জানতে পারবে বলে জানিয়ে দেওয়া হয়।
রেজাল্টের জন্য প্রার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ক্যাটাগরি, সাব-ক্যাটাগরি, পেজ-ক্যাটাগরি, প্রশ্নের বুকলেট নম্বর এবং সিরিজ, ওমআর বারকোড নম্বর থাকবে।

আরও পড়ুন: Breaking: উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় ৮ মুসলিম

www.wbbpe.org / wbbprimaryeducation.orgôé -এই দুটি ওয়েবসাইট দিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটে রোল নম্বর এবং প্রয়োজনী তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যেয় প্রাথমিকের টেটের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করে পর্ষদ। এদিন পর্ষদ জানিয়ে দেয়, ভুল থাকা মোট চারটি প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই পরিপ্রেক্ষিতে পর্ষদ জানায়, চারটি প্রশ্নে ভুল ছিল। সকলকেই ৪ নম্বর করে দেওয়া হয়েছে বলে জানায় পর্ষদ।
এদিন পর্ষদ সভাপতি জানান, কোনও সমস্যা বা বিতর্ক যাতে তৈরি না হয়, সেজন্য আগেভাগেই পর্ষদের তরফে চারটি প্রশ্নের জেরে পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত এই চারটি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নের ছাপাগত ভুল রয়েছে, কোন প্রশ্নের অপশনে ভুল রয়েছে, আবার কোন প্রশ্নে তথ্যগত ভুল রয়েছে। প্রাথমিকের টেটের প্রশ্ন নিয়ে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ দের থেকে মতামত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিশেষজ্ঞদের থেকে মতামত নেওয়ার পরই পর্ষদের তরফে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুকলেটের কোন প্রশ্নের ভুল রয়েছে এবং কোন বুকলেটের কোন প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হচ্ছে সেটাও বিস্তারিত আকারে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।

আধিকারিকদের দাবি, প্রাথমিকের টেটের ফল প্রকাশের পর পরই যাতে পরীক্ষার্থীদের মধ্যে কোন বিভ্রান্তি না হয়, তার জন্যই আগেভাগেই কোন প্রশ্নের কোন তথ্যগত ভুল বা ছাপাগত ভুল রয়েছে, তা সবিস্তারে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ৩টে থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।