৭১ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
ইমামা খাতুন
- আপডেট :
১৬ মে ২০২৩, মঙ্গলবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: ফের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত ধরে নিয়োগপত্র পেলেন দেশের ৭১ হাজার চাকরিপ্রার্থী। মঙ্গলবার ভার্চুয়ালি রাষ্ট্রীয় রোজগার মেলায় যোগ দেন মোদি। সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে ৭১ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র প্রদান করেন।
সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছর দেশব্যাপী ৪৫ টি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছে। তার মাধ্যমে দেশের যুবক-যুবতীদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে। সারাদেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্তদের গ্রামীণ ডাক সেবক, ডাক পরিদর্শক, বাণিজ্যিক-কাম-টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, সহকারী সেকশন অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক, সাব ডিভিশনাল অফিসার, কর সহকারী ,সহকারী এনফোর্সমেন্ট অফিসার, ইন্সপেক্টর, নার্সিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, ফায়ারম্যান, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, অডিটর, কনস্টেবল, হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, প্রিন্সিপাল, প্রশিক্ষিত স্নাতক শিক্ষক, সহকারী রেজিস্ট্রার, সহকারী অধ্যাপক,সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। মূলত, শিক্ষিত বেকার তরুণ প্রজন্মকে কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যেই রোজগার মেলার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরির ব্যবস্থা করা হবে বলে অতীতে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কিন্তু ২০১৪ সালে ক্ষমতায় আসার পর সেই অঙ্গীকার পূরণ করতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। এই প্রসঙ্গে একাধিক বার সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। বিরোধীদের চাপে পড়ে রোজগার মেলা চালু করেছে সরকার বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।