আগামী ১১ ডিসেম্বর নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার
- / 31
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ১১ ডিসেম্বর নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের নাগপুর থেকে শিরডি অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, এক্সপ্রেসওয়ের বাকি অংশ আগামী ছয় মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। এই সময়ে নাগপুর মেট্রোর রিচ টু এবং রিচ থ্রিও উদ্বোধন করা হবে।
শনিবার নাগপুর পরিদর্শন করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি নাগপুর এবং শিরডির মধ্যে নাগপুর-মুম্বই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ অংশের উদ্বোধন করবেন, যা প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ। ছয় মাসের মধ্যে এক্সপ্রেসওয়ের বাকি অংশ তৈরি হয়ে যাবে। মুম্বই-নাগপুর সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৭০১ কিলোমিটার।
আধিকারিকদের কাছ থেকে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি সম্পর্কে খোঁজখবর নেন ফড়নবীস। উদ্বোধনী অনুষ্ঠানে ২০,০০০ জনেরও বেশি লোক উপস্থিত হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি এবং রাজ্যের অন্যান্য বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে৷