০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
দেশবাসিকে রমযানের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ইমামা খাতুন
- আপডেট : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার
- / 24
পুবের কলম,ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমযান মাস। বৃহস্পতিবার চাঁদ দেখার পর শুক্রবার অর্থাৎ আজ প্রথম রোযা। রমযানের চাঁদ দেখার পর থেকেই একে অপরকে অভিনন্দন জানাতে শুরু করেছেন সকলে।
পবিত্র রমযান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, ‘পবিত্র রমযান মাসের সূচনায় সকলকে শুভেচ্ছা জানাই। আশা করি এই পবিত্র মাস যেন মানুষ দরিদ্রদের সেবায় আরও বেশি করে নিয়োজিত করে। দেশে যেন শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় থাকে।”
আজ ২৪ মার্চ। রমযান মাসের শুরু। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত চলবে মুসলমানদের এই পবিত্র মাস। ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজান। মাসব্যাপী রোযা পালন করেন ইসলাম ধর্মালম্বী মানুষেরা।
Best wishes on the start of Ramzan. pic.twitter.com/SJk5qNAIRm
— Narendra Modi (@narendramodi) March 24, 2023