প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়ধ্বনি সুদান থেকে ফেরা ভারতীয়দের গলায়

- আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম,ওয়েবডেস্ক: গৃহযুদ্ধ কবলিত সুদানে আটকে পড়া নাগরিকদের ফেরানো হল দেশে । প্রথম দফায় দেশে ফিরেছেন ৩৬০ জন ভারতীয়। বুধবার সন্ধ্যায় সউদি আরবের জেদ্দা থেকে তারা নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর বিমানবন্দরেই তারা ‘ভারতীয় সেনা জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন।
সুদানের সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, তার জেরে আফ্রিকার দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন কাবেরী’ শুরু করেছে নয়াদিল্লি। ৭২ ঘণ্টার যে সংঘর্ষবিরতির ঘোষণা করা হয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে সুদান থেকে ভারতীয়দের বের করে নিয়ে এসে প্রাথমিকভাবে সউদি আরবের জেদ্দায় আনা হচ্ছে। গত মঙ্গলবার প্রথম দফায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস মেধায় করে সুদান থেকে ২৭৮ জন ভারতীয়কে জেদ্দায় আনা হয়।
সুদানে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ভারতীয় নাগরিকের সংখ্যা তিন হাজারের বেশি। দুই বাহিনীর ক্ষমতার লড়াই শুরু হওয়ার পরে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল নয়াদিল্লি।
এদিকে, উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ুসেনার বিমানও। ভারতীয় বায়ুসেনার প্রথম সি-১৩০জে বিমানে ১২১ জন, দ্বিতীয় বিমানে ১৩৫ জন, তৃতীয় বিমানে ১৩৬ জন এবং চতুর্থ বিমানে ১২৮ জন ভারতীয়কে জেদ্দায় আনা হয়েছে। চতুর্থ বিমানটি বৃহস্পতিবার জেদ্দায় অবতরণ করেছে। যেখানে আছেন ভারতের বিদেশ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন। জেদ্দা থেকে পুরো উদ্ধারকাজ পরিদর্শন করছেন।
প্রায় দুই সপ্তাহ ধরে চলছে দেশটির দুই সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ। রাজধানী খার্তুমে শুরু হওয়া এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে চার কোটি জনসংখ্যার দেশজুড়ে। এক সময়ের জমজমাট রাজধানী খার্তুম একটি ভূতুড়ে শহরে পরিণত হয়েছে এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে দেশ ছেড়ে পালাচ্ছেন নাগরিকরা।