সঙ্গীত সংস্থার বিরুদ্ধে সিনেমা চুরির অভিযোগ প্রযোজক পরিচালকের, তদন্তে লালবাজার
- আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার
- / 150
পুবের কলম, ওয়েব ডেস্ক গল্প নয় আস্ত একটা সিনেমায় চুরি গেছে। যা ঘিরে চাঞ্চল্য ছড়াল টলি পাড়ায়। পরিচালক বা প্রযোজককে না জানিয়ে মুম্বইয়ের একটি জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মকে বিক্রি করে দেওয়া হয়েছে গোটা সিনেমাটাই। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে বলে অভিযোগ।
জানা গেছে, গানের স্বত্ব কেনার নামে কলকাতার একটি সঙ্গীত সংস্থার কর্ণধার ২০১৩ সালের একটি বাংলা সিনেমাকে বেআইনিভাবে বিক্রি করে দিয়েছেন ওই ওটিটি প্ল্যাটফর্মকে। এই কেনাবেচার খবর কিছুই জানতে পারেননি ছবির পরিচালক-প্রযোজক দম্পতি অর্চন ও অনামিকা আদিত্য। শেষপর্যন্ত জালিয়াতি ধরতে পেরে বুধবার লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, কলকাতার ওই সঙ্গীত সংস্থা ও মুম্বইয়ের ওই ওটিটি প্ল্যাটফর্মের তিন কর্তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। চার অভিযুক্তকে নোটিস পাঠিয়ে লালবাজারে তলব করা হবে।
কলকাতার হরিদেবপুরের বাসিন্দা অনামিকা আদিত্য ২০১৩ সালে স্বামী অর্জনের কবিতা নিয়ে একটি বাংলা সিনেমা বানান। পরিচালনা করেন অর্চনই। ২০১৩ সালেই সিনেমাটি দিল্লির ফিল্ম উৎসবে দেখানো হয়। শুভানুধ্যায়ীদের কথায় ছবির গানগুলির স্বত্ব বিক্রির জন্য ২০১৪ সালে দু’জনে যোগাযোগ করেন কসবার একটি সঙ্গীত সংস্থার সঙ্গে। কিন্তু কোনও টাকা না দিয়েই স্বত্ব কিনে নেয় ওই সংস্থা। কিন্তু তারপর সংস্থার কর্ণধারের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সম্প্রতি তাঁরা ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের সেই ছবি দেখতে পেয়েই জালিয়াতি ধরে ফেলেন।
অভিযোগ, তাঁরা দু’কোটি টাকার সাইবার জালিয়াতির ফাঁদে পড়েছেন। পুলিশ সূত্রে খবর, ওটিটি প্ল্যাটফর্মটি সিনেমায় নায়ক, নায়িকা, পরিচালকের ভুয়ো নাম ব্যবহার করেছে। এমনকি বাংলার গায়িকার জায়গাতেও নাকি বসানো হয়েছে মুম্বইয়ের এক গায়িকার নাম। খবর প্রকাশ্যে আসতে তাজ্জব কলাকুশলীরা।