১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

Waqf Law একটি ষড়যন্ত্র’ জেলায় জেলায় জোরালো প্রতিবাদ ও নিন্দা 

ইমামা খাতুন
  • আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার
  • / 436

পুবের কলম ওয়েবডেস্ক, বসিরহাট: ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর (Waqf Law) বিরুদ্ধে দেশজুড়ে ক্রমেই জোরদার হচ্ছে প্রতিবাদ। ওয়াকফ সম্পত্তি বাঁচাতে শনিবার বসিরহাট থানার অন্তর্গত রামনগরে বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বক্তারা। এ দিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ সভায় অংশ নেয়। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কিরুল ইসলাম, বসিরহাট কোর্টের আইনজীবী অরিন্দম গোলদার, পশ্চিমবঙ্গ বন্দিমুক্তি মোর্চার সম্পাদক ছোটন দাস, শিক্ষক-মাওলানা রুহুল আমিন, শিক্ষক শাহনাওয়াজ, মুফতি মাওলানা হারুন অর রশিদ, টাকি রামকৃষ্ণ মিশনের শিক্ষক তুষার মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তাপের মাঝে শান্তির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন: ওয়াকফ-মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, ‘উম্মিদ’ পোর্টাল চালু করে দিল কেন্দ্র

সভা থেকে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার সংবিধান লঙ্ঘন করে ওয়াকফ সংশোধনী আইন (Waqf Law) প্রণয়ন করছে। ছোটন দাস বলেন, ‘ওয়াকফ সংশোধনী আইন একটি ষড়যন্ত্র, যার মাধ্যমে মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে। বিজেপি এই পরিকল্পনায় সফল হবে না।’ এ দিন আইনজীবী মোফাক্কিরুল ইসলাম বলেন, ‘বিলটি ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি এবং সরকারের ভূমিকা বৃদ্ধির প্রস্তাব করে, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িছে।’

আরও পড়ুন: ওয়াকফ কবজা করতে চায় সরকার, আইন বাতিলের দাবিতে জোরালো সওয়াল সুপ্রিম কোর্টে

আরও পড়ুন: রাজ্যে মমতা না থাকলে নয়া ওয়াকফ আইন চালু হয়ে যাবে: ফিরহাদ

আরও পড়ুন: ব্রেকিং: Waqf Law: পরবর্তী শুনানি ৫ মে

সমালোচকরা মনে করেন, এই বিল মুসলিমদের সম্পত্তির অধিকার খর্ব করতে পারে এবং সংখ্যালঘুদের উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়াবে। সরকারের দাবি, এই পরিবর্তনগুলি দুর্নীতি প্রতিরোধ এবং বৈচিত্র্য বাড়ানোর জন্য করা হচ্ছে, তবে বিরোধীরা একে সংখ্যালঘুদের অধিকার দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। আইনজীবী মোফাক্কিরুল ইসলাম জানান, ‘আগামী ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের ডাকে। সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করছি।’ অন্যদিকে, বাদুড়িয়ায় ওয়াকফ আইনের (Waqf Law) বিরোধিতায় বিশাল মিছিলের আয়োজন করা হয়। ওয়াকফ আইনের বিরোধিতায় বিশাল মিছিলের আয়োজন করা হয়। কয়েক ঘন্টা ধরে পথ অবরোধ কর্মসূচি পালন করে, যার ফলে ব্যাপক জানজটের সৃষ্টি হয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Waqf Law একটি ষড়যন্ত্র’ জেলায় জেলায় জোরালো প্রতিবাদ ও নিন্দা 

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক, বসিরহাট: ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর (Waqf Law) বিরুদ্ধে দেশজুড়ে ক্রমেই জোরদার হচ্ছে প্রতিবাদ। ওয়াকফ সম্পত্তি বাঁচাতে শনিবার বসিরহাট থানার অন্তর্গত রামনগরে বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বক্তারা। এ দিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ সভায় অংশ নেয়। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কিরুল ইসলাম, বসিরহাট কোর্টের আইনজীবী অরিন্দম গোলদার, পশ্চিমবঙ্গ বন্দিমুক্তি মোর্চার সম্পাদক ছোটন দাস, শিক্ষক-মাওলানা রুহুল আমিন, শিক্ষক শাহনাওয়াজ, মুফতি মাওলানা হারুন অর রশিদ, টাকি রামকৃষ্ণ মিশনের শিক্ষক তুষার মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উত্তাপের মাঝে শান্তির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন: ওয়াকফ-মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, ‘উম্মিদ’ পোর্টাল চালু করে দিল কেন্দ্র

সভা থেকে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার সংবিধান লঙ্ঘন করে ওয়াকফ সংশোধনী আইন (Waqf Law) প্রণয়ন করছে। ছোটন দাস বলেন, ‘ওয়াকফ সংশোধনী আইন একটি ষড়যন্ত্র, যার মাধ্যমে মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে। বিজেপি এই পরিকল্পনায় সফল হবে না।’ এ দিন আইনজীবী মোফাক্কিরুল ইসলাম বলেন, ‘বিলটি ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি এবং সরকারের ভূমিকা বৃদ্ধির প্রস্তাব করে, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িছে।’

আরও পড়ুন: ওয়াকফ কবজা করতে চায় সরকার, আইন বাতিলের দাবিতে জোরালো সওয়াল সুপ্রিম কোর্টে

আরও পড়ুন: রাজ্যে মমতা না থাকলে নয়া ওয়াকফ আইন চালু হয়ে যাবে: ফিরহাদ

আরও পড়ুন: ব্রেকিং: Waqf Law: পরবর্তী শুনানি ৫ মে

সমালোচকরা মনে করেন, এই বিল মুসলিমদের সম্পত্তির অধিকার খর্ব করতে পারে এবং সংখ্যালঘুদের উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়াবে। সরকারের দাবি, এই পরিবর্তনগুলি দুর্নীতি প্রতিরোধ এবং বৈচিত্র্য বাড়ানোর জন্য করা হচ্ছে, তবে বিরোধীরা একে সংখ্যালঘুদের অধিকার দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। আইনজীবী মোফাক্কিরুল ইসলাম জানান, ‘আগামী ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের ডাকে। সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করছি।’ অন্যদিকে, বাদুড়িয়ায় ওয়াকফ আইনের (Waqf Law) বিরোধিতায় বিশাল মিছিলের আয়োজন করা হয়। ওয়াকফ আইনের বিরোধিতায় বিশাল মিছিলের আয়োজন করা হয়। কয়েক ঘন্টা ধরে পথ অবরোধ কর্মসূচি পালন করে, যার ফলে ব্যাপক জানজটের সৃষ্টি হয়।