Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

- আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 251
পুবের কলম,ওয়েবডেস্ক: জেলবন্দি ইমরান খানের (Imran’s Khan Release) মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। পেশোয়ারে বিশাল বিক্ষোভ। এদিনের সমাবেশে অংশগ্রহণ করে হাজার হাজার কর্মী-সমর্থকরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ইরানের ওপর ফের জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর
এতে যোগ দেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের বোন আলেমা খানও। এদিনের সমাবেশ থেকে কারাবন্দি পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান সমর্থকরা ( Thousands Gather in Pakistan’s Peshawar to Call for Imran’s Release)। শুধু তাই নয়, সরকারবিরোধী স্লোগানও দেন তারা।
বলা বাহুল্য, ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন প্রাক্তন ক্রিকেট তারকা ইমরান খান (Imran Khan)। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই, সেনাবাহিনীর সঙ্গে তার বিরোধের খবর শোনা যায়। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান। পরের বছর ঘুষের মামলায় আটক ও সাজাপ্রাপ্ত হন তিনি। বর্তমানে কারাবন্দি ইমরানের বিরুদ্ধে রয়েছে দেড় শতাধিক মামলা।