‘ভূতের পোশাক’ পরে পার্লামেন্টে প্রতিবাদ

- আপডেট : ১৬ মে ২০২৫, শুক্রবার
- / 150
পুবের কলম, ওয়েবডেস্ক: ইতালির পার্লামেন্টে এক নজিরবিহীন ঘটনার জন্ম দিলেন বিরোধী দল ‘ইউরোপা’-র সংসদ সদস্য রিকার্ডো ম্যাগি। আসন্ন গণভোট নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি অধিবেশন চলাকালীন ‘ভূতের পোশাক’ পরে হাজির হন। এই ব্যতিক্রমী ঘটনার ভিডিয়ো ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এবং দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার, ইতালির পার্লামেন্ট ভবনে। সাদা চাদর গায়ে জড়িয়ে, তাতে ‘গণভোট ’ শধটি লিখে ও চোখের ওপর কালো ক্রস চিহ্ন এঁকে, ম্যাগি পার্লামেন্টে প্রবেশ করেন। নিজের আসনে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে নাগরিকদের গণভোট থেকে বিমুখ করছে, যাতে ভোটাররা সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে না পারেন।
৮ ও ৯ জুন ইতালিতে যে জাতীয় পাঁচটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে: বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার নিয়ম সহজ করা, ২০১৫ সালের বিতর্কিত শ্রম আইনের কিছু ধারা বাতিল করা হয়।
রিকার্ডো ম্যাগির অভিযোগ, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র নেতৃত্বাধীন অতি-ডানপন্থী সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে জনতার চোখের আড়ালে রাখতে চায়। প্রতিবাদের এক পর্যায়ে পার্লামেন্টের স্পিকার লরেঞ্জো ফন্টানা ম্যাগিকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। পাঁচজন নিরাপত্তারক্ষী তাঁকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যান।
বিরোধীরা ঘটনাটিকে ‘মতপ্রকাশের অধিকার হরণ’ হিসেবে দেখছেন। তারা বলছেন, সরকারের এহেন প্রতিক্রিয়া গণতন্ত্রের জন্য হুমকি। অন্যদিকে, শাসক দল এই ঘটনাকে ‘দায়িত্বজ্ঞানহীন নাটকীয়তা’ বলে আখ্যা দিয়েছে।