ভারতের জেলে আটক প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘুদের মুক্তির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
- আপডেট : ৩ নভেম্বর ২০২৫, সোমবার
- / 110
ভারতের জেলে আটক প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘুদের মুক্তির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের মুক্তির দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, এই দেশগুলির সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষকে ভারতে আশ্রয় নেওয়ার পরও বিভিন্ন রাজ্যের জেলে বন্দি করে রাখা হয়েছে, যা কেন্দ্রীয় নির্দেশের পরিপন্থী। মামলাকারীরা জানান, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও ফৌজদারি ব্যবস্থা নেওয়া যাবে না। তা সত্ত্বেও তাঁদের আটক রাখা হয়েছে।
এই প্রেক্ষিতে হাইকোর্টে মামলা দায়ের হলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, “আগে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করুন, তারপর শুনানি হবে।” উল্লেখ্য, কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্বের আবেদন করার সুযোগ রয়েছে।



















































