২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

breaking:প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ মে ২০২৩, শনিবার
  • / 33

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল। এবার হাই মাদ্রাসার পাশ করেছে ৮৪.০৯ শতাংশ, আলিমে পাস করেছে ৯০.৬৯ শতাংশ এবং ফাজিলে পাস করেছে ৯১.১৫ শতাংশ। হাই মাদ্রাসা, আলিম, ফাজিল মিলিয়ে মেধাতারীকে আছে ৩৫ জন। এর মধ্যে ছাত্রী আছেন ১০ জন এবং ছাত্র ২৭ জন।

হাই মাদ্রাসার প্রথম হয়েছেন আশিক ইকবাল তার প্রাপ্ত নম্বর ৭৮০। মুর্শিদাবাদের বাসিন্দা। দ্বিতীয় হয়েছে নাসির উদ্দিন মোল্লা তার বাড়ি মুর্শিদাবাদ সে পেয়েছে ৭৭৫। তৃতীয় হয়েছে মোঃ মুক্তাদুর রহমান ৭৭৪। তার বাড়ি মালদা।

আরও পড়ুন: মুরগির মাংসের দাম নিম্নমুখী, চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের

আলিম পরীক্ষায় প্রথম হয়েছে মহম্মদ সুজাউদ্দিন লস্কর । তার বাড়ি উত্তর 24 পরগনা। সে পেয়েছে ৮৪৫। দ্বিতীয় হয়েছে উত্তর ২৪ পরগনার করিমুল ইসলাম মন্ডল। সে পেয়েছে ৮৪৩। মুর্শিদাবাদের আব্দুল হালিমও ৮৪৩ পেয়ে দ্বিতীয় হয়েছে। মুর্শিদাবাদেরই আব্দুর রহমান 839 পেয়ে তৃতীয় হয়েছে।

আরও পড়ুন: রাজ্যে আগাম বর্ষার আগমন

ফাজিলে ৫৬৫ তে প্রথম হয়েছে ফাহিম আখতার। তার বাড়ি হুগলি। ৫৫১ পেয়ে পূর্ব বর্ধমানের মোজাম্মেল মল্লিক হয়েছে দ্বিতীয়। ৫৪৯ পেয়ে তৃতীয় হয়েছে উত্তর চব্বিশ পরগনার ইজাজ আহমেদ মন্ডল।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন আলিমের ফল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

breaking:প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল

আপডেট : ২০ মে ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল। এবার হাই মাদ্রাসার পাশ করেছে ৮৪.০৯ শতাংশ, আলিমে পাস করেছে ৯০.৬৯ শতাংশ এবং ফাজিলে পাস করেছে ৯১.১৫ শতাংশ। হাই মাদ্রাসা, আলিম, ফাজিল মিলিয়ে মেধাতারীকে আছে ৩৫ জন। এর মধ্যে ছাত্রী আছেন ১০ জন এবং ছাত্র ২৭ জন।

হাই মাদ্রাসার প্রথম হয়েছেন আশিক ইকবাল তার প্রাপ্ত নম্বর ৭৮০। মুর্শিদাবাদের বাসিন্দা। দ্বিতীয় হয়েছে নাসির উদ্দিন মোল্লা তার বাড়ি মুর্শিদাবাদ সে পেয়েছে ৭৭৫। তৃতীয় হয়েছে মোঃ মুক্তাদুর রহমান ৭৭৪। তার বাড়ি মালদা।

আরও পড়ুন: মুরগির মাংসের দাম নিম্নমুখী, চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের

আলিম পরীক্ষায় প্রথম হয়েছে মহম্মদ সুজাউদ্দিন লস্কর । তার বাড়ি উত্তর 24 পরগনা। সে পেয়েছে ৮৪৫। দ্বিতীয় হয়েছে উত্তর ২৪ পরগনার করিমুল ইসলাম মন্ডল। সে পেয়েছে ৮৪৩। মুর্শিদাবাদের আব্দুল হালিমও ৮৪৩ পেয়ে দ্বিতীয় হয়েছে। মুর্শিদাবাদেরই আব্দুর রহমান 839 পেয়ে তৃতীয় হয়েছে।

আরও পড়ুন: রাজ্যে আগাম বর্ষার আগমন

ফাজিলে ৫৬৫ তে প্রথম হয়েছে ফাহিম আখতার। তার বাড়ি হুগলি। ৫৫১ পেয়ে পূর্ব বর্ধমানের মোজাম্মেল মল্লিক হয়েছে দ্বিতীয়। ৫৪৯ পেয়ে তৃতীয় হয়েছে উত্তর চব্বিশ পরগনার ইজাজ আহমেদ মন্ডল।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন আলিমের ফল