১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
জ্ঞানভাপীর বেসমেন্টে শুরু হল পুজো

সামিমা এহসানা
- আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- / 7
পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার জ্ঞানভাপী মসজিদের দক্ষিণ দিকে ব্যসজীর তহখানাতে পুজো করা হয়েছে। ভোর তিনটে নাগাদ সেখানে পুজো শুরু হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেই পুজোর বন্দোবস্ত করা হয়। কড়া নিরাপত্তার মধ্যেই হয় পুজো। আরতিও করেন এক পুরোহিত।