কসবা-কাণ্ড: কড়া শাস্তির দাবি এসডিপিআইয়ের

- আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
- / 98
পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতার কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে রাতের অন্ধকারে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মনোজিৎ মিশ্র টিএমসিপি-র দক্ষিণ কলকাতা জেলার সাধারণ সম্পাদক বলে খবর। এ নিয়ে উষ্মা প্রকাশ করে দোষীদের শাস্তি দাবি করল এসডিপিআই।
সংগঠনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘মিডিয়া সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রী কলেজে পরীক্ষা সংক্রান্ত ফর্ম পূরণ করতে এসেছিলেন। পরে টিএমসিপি নেতার নির্দেশে কলেজ গেট বন্ধ করে তাঁকে ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীদের কক্ষে নিয়ে গিয়ে একের পর এক পাশবিক অত্যাচার চালানো হয়। অভিযুক্ত তিনজন; মনোজিৎ মিশ্র (৩১), জায়েব আহমেদ (১৯) ও প্রমিত মুখার্জি (২০), এরই মধ্যে গ্রেফতার হয়েছে।
এই নিয়ে এসডিপিআইয়ের রাজ্য সম্পাদিকা শবনম মুস্তারী বলেন, এমন কাজ আমাদের রাজ্যের নৈতিক এবং প্রশাসনিক অবক্ষয়ের প্রমাণ। এসডিপিআই এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে, ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।