“শ্রেষ্ঠ শিশু-আবাস পুরস্কার” পেল পূর্ব-বর্ধমান

- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 70
এস জে আব্বাস , পূর্ব বর্ধমান: পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগর উদ্যোগে “রাজ্য শিশু সুরক্ষা দিবস” পালন করা হয় ৯ই জুন। এই অনুষ্ঠানে এই বছর রাজ্য সরকার পরিচালিত “শ্রেষ্ঠ শিশু আবাস পুরস্কার-২০২৫ ” হিসাবে পূর্ব বর্ধমানের চিল্ড্রেন হোম ফর গার্লস পুরস্কৃত হয় ।
উল্লেখ্য, ১৯৬৭ সালের অবিভক্ত বর্ধমান জেলার সামাজিকভাবে পিছিয়ে পড়া নারী ও শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনস্থ “বর্ধমান ডিসট্রিক্ট সেল্টার” নামে একটি হোম তৈরি করা হয়েছিল । পরবর্তীকালে জুভিনাল জাস্টিস (কেয়ার এন্ড প্রটেকশন অফ চিল্ড্রেন) অ্যাক্ট-২০১৫ আইনের দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়।
বহু বছর পর ২০১৮ সালে জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ধমান জেলায় একটি নুতন নিজস্ব আবাসন তৈরি হয়। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নিজে। বর্তমানে সেটি “চিল্ড্রেন হোম ফর গার্লস” নামে পরিচিত ।
১৮ বছরের নিচে যে সমস্ত ঝুঁকিপূর্ণ ও বিপদগ্রস্ত বাচ্চারা রয়েছে তাদের এই হোমে রাখার জন্য সুব্যবস্থা করা হয়। এই বাচ্চাদের সুরক্ষা এবং যত্ন ও সুন্দরভাবে শিক্ষা এবং হাতের কাজ শিখিয়ে তাদেরকে পুনর্বাসন দেওয়ার উদ্দেশ্যে হোম এর বিভিন্ন কর্মীগণ এবং জেলা প্রশাসন নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
যার ফলেই এই পুরষ্কার মিলেছে বলে মনে করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী , শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ডা. শশী পাঁজা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। হোমের পরিচালক ও কর্মীরা এই পুরষ্কার পেয়ে অত্যন্ত খুশি। তাঁরা মনে করেন এই সম্মান আগামীতে তাঁদের আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে।