০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুতিন-বেনেট বৈঠক! যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে ইসরাইল

ইমামা খাতুন
  • আপডেট : ৬ মার্চ ২০২২, রবিবার
  • / 47

পুবের কলম ওয়েবডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। শনিবার ক্রেমলিনে তিন ঘণ্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন দুই নেতা। পুতিনের সঙ্গে বৈঠকের পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন বেনেট। ইসরাইলের এক আধিকারিক বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যস্থতায় আমেরিকা, ফ্রান্স, জার্মানির সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী বেনেট।

 

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

বেনেটের মুখপাত্র বলেন, পুতিনের সঙ্গে বৈঠক শেষে বার্লিনের উদ্দেশে রওনা হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। সেখানে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে আলোচনা করবেন তিনি। এদিকে ফ্রান্স জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পুতিনের সঙ্গে বৈঠকে যাওয়ার আগে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। এর আগে ম্যাক্রোঁর সঙ্গে পুতিনের কী কথা হয়েছে তা বেনেটকে জানানো হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদের এক কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করতে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে সবার সঙ্গে।’

আরও পড়ুন: ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

 

আরও পড়ুন: রাশিয়ায় নিষিদ্ধ ব্রিটিশ কাউন্সিল

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার সামরিক সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইসরাইল। এ ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তবে বেনেটের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলে মনে করা হচ্ছে। আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইসরাইল ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে। কিয়েভের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউক্রেনে মানবিক সাহায্য পাঠিয়েছে। এতে ইসরাইলের ওপর চটেছে রাশিয়া। বিস্তারিত জানতে রাশিয়ায় নিযুক্ত ইহুদি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুতিন-বেনেট বৈঠক! যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে ইসরাইল

আপডেট : ৬ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। শনিবার ক্রেমলিনে তিন ঘণ্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন দুই নেতা। পুতিনের সঙ্গে বৈঠকের পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন বেনেট। ইসরাইলের এক আধিকারিক বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যস্থতায় আমেরিকা, ফ্রান্স, জার্মানির সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী বেনেট।

 

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

বেনেটের মুখপাত্র বলেন, পুতিনের সঙ্গে বৈঠক শেষে বার্লিনের উদ্দেশে রওনা হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। সেখানে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে আলোচনা করবেন তিনি। এদিকে ফ্রান্স জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পুতিনের সঙ্গে বৈঠকে যাওয়ার আগে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। এর আগে ম্যাক্রোঁর সঙ্গে পুতিনের কী কথা হয়েছে তা বেনেটকে জানানো হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদের এক কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করতে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে সবার সঙ্গে।’

আরও পড়ুন: ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

 

আরও পড়ুন: রাশিয়ায় নিষিদ্ধ ব্রিটিশ কাউন্সিল

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার সামরিক সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইসরাইল। এ ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তবে বেনেটের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলে মনে করা হচ্ছে। আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইসরাইল ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে। কিয়েভের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউক্রেনে মানবিক সাহায্য পাঠিয়েছে। এতে ইসরাইলের ওপর চটেছে রাশিয়া। বিস্তারিত জানতে রাশিয়ায় নিযুক্ত ইহুদি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল।