২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 পুতিনের হুমকি  ঠাট্টা নয়: ইইউ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 51

 

 পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির বিদেশবিষয়ক প্রধান জোসেফ বোরেল রাশিয়ার সেনা সমাবেশের নির্দেশ এবং ইউক্রেনের ৪ অঞ্চলে গণভোট নিয়ে উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পুতিনের পরমাণু হামলার হুমকিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।’ তাঁর মতে, যুদ্ধ এখন ‘ভয়াবহ’ অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, ‘এখন সময়টা ভয়ানক কারণ রুশ সেনাকে কোণঠাসা করা হয়েছে এবং এর ফলে পুতিনের পরমাণু হামলার হুমকি পরিস্থিতিকে আরও খারাপ করেছে।’ এর আগে চলতি সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার অস্ত্রভাণ্ডারে থাকা পরমাণু অস্ত্রসহ সব অস্ত্র ইউক্রেনে প্রয়োগ করার হুমকি দেন এবং বলেন ‘আমি কোনও ঠাট্টা করছি না।’ পুতিনের এই মন্তব্য শুনে ইইউ আধিকারিক বোরেল বলেন, ‘যখন কেউ বলে এটা ঠাট্টা নয়, তখন সেটাকে গুরুত্বের সঙ্গেই নেওয়া উচিত।’ পরমাণু হুমকির পাশাপাশি রিজার্ভ বাহিনীর ৩ লক্ষ সৈন্যকে যুদ্ধের জন্য তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন রুশ নেতা। বিশ্লেষকরা জানান, ইউক্রেন সেনার হামলায় ৮ হাজার বর্গকিমি এলাকা হাত থেকে বেরিয়ে গিয়েছে মস্কোর। এ কারণেই পুতিন নয়া রণনীতি তৈরি করছেন। এত সহজে ইউক্রেনকে ছেড়ে দেওয়ার পাত্র নন তিনি, তা তাঁর কথাতেই স্পষ্ট।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

আরও পড়ুন: ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 পুতিনের হুমকি  ঠাট্টা নয়: ইইউ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার

 

 পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির বিদেশবিষয়ক প্রধান জোসেফ বোরেল রাশিয়ার সেনা সমাবেশের নির্দেশ এবং ইউক্রেনের ৪ অঞ্চলে গণভোট নিয়ে উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পুতিনের পরমাণু হামলার হুমকিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।’ তাঁর মতে, যুদ্ধ এখন ‘ভয়াবহ’ অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, ‘এখন সময়টা ভয়ানক কারণ রুশ সেনাকে কোণঠাসা করা হয়েছে এবং এর ফলে পুতিনের পরমাণু হামলার হুমকি পরিস্থিতিকে আরও খারাপ করেছে।’ এর আগে চলতি সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার অস্ত্রভাণ্ডারে থাকা পরমাণু অস্ত্রসহ সব অস্ত্র ইউক্রেনে প্রয়োগ করার হুমকি দেন এবং বলেন ‘আমি কোনও ঠাট্টা করছি না।’ পুতিনের এই মন্তব্য শুনে ইইউ আধিকারিক বোরেল বলেন, ‘যখন কেউ বলে এটা ঠাট্টা নয়, তখন সেটাকে গুরুত্বের সঙ্গেই নেওয়া উচিত।’ পরমাণু হুমকির পাশাপাশি রিজার্ভ বাহিনীর ৩ লক্ষ সৈন্যকে যুদ্ধের জন্য তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন রুশ নেতা। বিশ্লেষকরা জানান, ইউক্রেন সেনার হামলায় ৮ হাজার বর্গকিমি এলাকা হাত থেকে বেরিয়ে গিয়েছে মস্কোর। এ কারণেই পুতিন নয়া রণনীতি তৈরি করছেন। এত সহজে ইউক্রেনকে ছেড়ে দেওয়ার পাত্র নন তিনি, তা তাঁর কথাতেই স্পষ্ট।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

আরও পড়ুন: ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার