ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ইহুদি-বিরোধী রাব্বি
- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 113
পুবের কলম, ওয়েবডেস্ক: ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেন প্রখ্যাত ইহুদি-বিরোধী ধর্মীয় নেতা রাব্বি ইসরয়েল ডোভিড ওয়েইস। তিনি ইরানি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সংহতি ব্যক্ত করেন।
মেহের নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, রাব্বি ওয়েইস ব্রিক্স সম্মেলনের বিভিন্ন পার্শ্ব-আয়োজনে অংশগ্রহণের জন্য ব্রাজিলে গিয়েছিলেন। সেখানে তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং ইরানি দূতাবাসেও সফর করেন। সেখানে তিনি ইরানি জনগণ ও সরকারের প্রতি সমর্থন জানান এবং যায়নবাদী হামলায় নিহত শহিদদের স্মরণে স্মৃতি বইতে স্বাক্ষর করেন।
ইসরাইলের অভ্যন্তরীণ মন্ত্রী মোশে আরবেল সোমবার যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নেটুরেই কার্তা সম্প্রদায়ের মুখপাত্র রাব্বি ওয়েইসের ভিসা স্থায়ীভাবে বাতিল করেছেন এবং তাকে ভবিষ্যতে ইসরাইলে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন। এই সিদ্ধান্ত নেওয়া হয় ব্রাজিলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ওয়েইসের সাক্ষাতের পর।
আরবেল এক বিবৃতিতে বলেছেন, তআমি কোনো এমন ব্যক্তিকে ইসরাইলে প্রবেশের অনুমতি দেব না, যিনি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন এবং যারা এর শত্রুদের সঙ্গে সম্পর্ক বা সমর্থন জাহির করেন।দ তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সহযোগিতা করা ইসরায়েলের নিরাপত্তার জন্য স্পষ্টভাবে ‘লাল রেখা’ অতিক্রমের সমান।৬৯ বছর বয়সী রাব্বি ওয়েইস এই সপ্তাহে ব্রাজিলের সাও পাওলো শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পার্শ্ব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন। ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, তিনি আরাগচির সঙ্গে আলোচনা করেন এবং ইরানি জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করেন। এছাড়াও, তিনি ইরানে জায়নবাদী হামলায় শহিদদেরদ স্মরণে একটি স্মৃতি বইতে স্বাক্ষর করেন।





























