১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘ভারত জোড়ো’ রুখতেই বিজেপির কোভিড-চাল, দাবি রাহুলের

পুবের কলম ওয়েব ডেস্কঃ  দেশে ফের করোনার ‘হাওয়া’ উঠেছে।  এটা এমন এক সময়ে তোলা হল যখন রাহুল গান্ধির নেতৃত্বে ‘ভারত জোড়ো’ পদযাত্রা তুঙ্গে। আর দিনকয়েক পরেই রাজধানী দিল্লিতে প্রবেশ করবে এই যাত্রা। তার আগেই রাহুলের কাছে চিঠি গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের। তাকে কোভিডবিধি মেনে পদযাত্রা করার ‘আবেদন’ জানিয়েছেন তিনি। সেটা না পারলে পদযাত্রা বন্ধ করার ‘নির্দেশ’ এসেছে তার পক্ষ থেকে।

 

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

তারপরই বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছুই যেন ছকে বাঁধা। এমনটাই দাবি কংগ্রেসের। বর্ষীয়ান কং-নেতা জয়রাম রমেশ কটাক্ষ করে এদিন বলেন, ক্রোনোলজি সমঝিয়ে। গুজরাত ও ওড়িশায় ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের চারটি কেস জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বরে রিপোর্ট করা হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধিকে চিঠি লিখলেন গতকাল। আর আজ প্রধানমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখতে মিটিং করছেন। ভারত জোড়ো দু-দিন পরেই দিল্লিতে প্রবেশ করবে। এখন আপনারা ঘটনাক্রমগুলি বুঝুন।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

 

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

তার এই কটাক্ষের কয়েক ঘণ্টা পরেই সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। হরিয়ানার নুহে পদযাত্রার পরে সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট করেই জানান, কোভিড নিয়ে হঠাৎ করে দেশে নানা রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারত জোড়ো যাত্রা বানচাল করতেই ছক কষে এটা করে হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

 

তবে তিনি যে দমে যাবার পাত্র নন, তাও স্পষ্ট করে জানিয়ে দেন এদিন। রাহুলের ভাষায়, যাত্রা কাশ্মীরে গিয়েই থামবে। অজুহাত খাড়া করে বিজেপি এটা থামাতে চাইছে। আসলে ওরা দেশের শক্তি ও সততাকে ভয় পেতে শুরু করেছে।

 

বিজেপি যে ভয় পেয়ে ভারত জোড়ো থামাতে চাইছে, এই অভিযোগ শুধু কংগ্রেসের নয়। মহারাষ্ট্রের শিবসেনাও এ বিষয়ে একহাত নিয়েছে মোদি সরকারকে। শিবসেনার উদ্ধবপন্থী শিবির রাহুলের পাশে দাঁড়িয়ে তীব্র কটাক্ষে বিঁধেছে বিজেপিকে। মুখপত্র ‘সামনা’য় লেখা হয়েছে, মনে হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা থামাতেই করোনা ভাইরাস ছেড়েছে বিজেপি সরকার। আইন বা ষড়যন্ত্র করে কোনওভাবেই একে আটকাতে পারছে না। তাই নয়া চাল। এ প্রসঙ্গে করোনার প্রেক্ষিতে তিন বছর আগে নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে ভারতে নিয়ে এসেছিলেন, সেই কথাও তুলে খুঁচিয়েছে শিবসেনা। তখন করোনা বেপরোয়া গতিতে বাড়ছিল। আর সেই সময় মোদি ট্রাম্পকে ডেকে এনে মেগার‌্যালি করেছিলেন দেশে।

 

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও একহাত নিয়েছেন মোদি সরকারকে। তিনি বলেন, বিজেপিও তো র‌্যালি করে। এখন কংগ্রেসের পদযাত্রা চলছে, আর বিজেপি সেটা থামাতে এসব অজুহাত খাড়া করছে। এভাবে ভারত জোড়ো যাত্রার পক্ষে সরব হয়েছে বিরোধী শিবির। বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ভারত জোড়ো’ রুখতেই বিজেপির কোভিড-চাল, দাবি রাহুলের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  দেশে ফের করোনার ‘হাওয়া’ উঠেছে।  এটা এমন এক সময়ে তোলা হল যখন রাহুল গান্ধির নেতৃত্বে ‘ভারত জোড়ো’ পদযাত্রা তুঙ্গে। আর দিনকয়েক পরেই রাজধানী দিল্লিতে প্রবেশ করবে এই যাত্রা। তার আগেই রাহুলের কাছে চিঠি গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের। তাকে কোভিডবিধি মেনে পদযাত্রা করার ‘আবেদন’ জানিয়েছেন তিনি। সেটা না পারলে পদযাত্রা বন্ধ করার ‘নির্দেশ’ এসেছে তার পক্ষ থেকে।

 

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

তারপরই বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছুই যেন ছকে বাঁধা। এমনটাই দাবি কংগ্রেসের। বর্ষীয়ান কং-নেতা জয়রাম রমেশ কটাক্ষ করে এদিন বলেন, ক্রোনোলজি সমঝিয়ে। গুজরাত ও ওড়িশায় ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের চারটি কেস জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বরে রিপোর্ট করা হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধিকে চিঠি লিখলেন গতকাল। আর আজ প্রধানমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখতে মিটিং করছেন। ভারত জোড়ো দু-দিন পরেই দিল্লিতে প্রবেশ করবে। এখন আপনারা ঘটনাক্রমগুলি বুঝুন।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

 

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

তার এই কটাক্ষের কয়েক ঘণ্টা পরেই সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। হরিয়ানার নুহে পদযাত্রার পরে সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট করেই জানান, কোভিড নিয়ে হঠাৎ করে দেশে নানা রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারত জোড়ো যাত্রা বানচাল করতেই ছক কষে এটা করে হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

 

তবে তিনি যে দমে যাবার পাত্র নন, তাও স্পষ্ট করে জানিয়ে দেন এদিন। রাহুলের ভাষায়, যাত্রা কাশ্মীরে গিয়েই থামবে। অজুহাত খাড়া করে বিজেপি এটা থামাতে চাইছে। আসলে ওরা দেশের শক্তি ও সততাকে ভয় পেতে শুরু করেছে।

 

বিজেপি যে ভয় পেয়ে ভারত জোড়ো থামাতে চাইছে, এই অভিযোগ শুধু কংগ্রেসের নয়। মহারাষ্ট্রের শিবসেনাও এ বিষয়ে একহাত নিয়েছে মোদি সরকারকে। শিবসেনার উদ্ধবপন্থী শিবির রাহুলের পাশে দাঁড়িয়ে তীব্র কটাক্ষে বিঁধেছে বিজেপিকে। মুখপত্র ‘সামনা’য় লেখা হয়েছে, মনে হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা থামাতেই করোনা ভাইরাস ছেড়েছে বিজেপি সরকার। আইন বা ষড়যন্ত্র করে কোনওভাবেই একে আটকাতে পারছে না। তাই নয়া চাল। এ প্রসঙ্গে করোনার প্রেক্ষিতে তিন বছর আগে নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে ভারতে নিয়ে এসেছিলেন, সেই কথাও তুলে খুঁচিয়েছে শিবসেনা। তখন করোনা বেপরোয়া গতিতে বাড়ছিল। আর সেই সময় মোদি ট্রাম্পকে ডেকে এনে মেগার‌্যালি করেছিলেন দেশে।

 

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও একহাত নিয়েছেন মোদি সরকারকে। তিনি বলেন, বিজেপিও তো র‌্যালি করে। এখন কংগ্রেসের পদযাত্রা চলছে, আর বিজেপি সেটা থামাতে এসব অজুহাত খাড়া করছে। এভাবে ভারত জোড়ো যাত্রার পক্ষে সরব হয়েছে বিরোধী শিবির। বাড়ছে রাজনৈতিক উত্তাপ।