১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী

চামেলি দাস
  • আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার
  • / 129

পুবের কলম ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলে নিশানা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তাঁর এই মন্তব্য ঘিরে উত্তাল মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতি।

নির্বাচন কমিশনের নয়া নির্দেশ অনুযায়ী ৪৫ দিনের মধ্যে যদি কেউ আইনি চ্যালেঞ্জ না করে, তাহলে সিসিটিভি ফুটেজ, ওয়েবকাস্টিং রেকর্ড এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার ফটোগ্রাফি নষ্ট করে দেওয়া হবে।  নির্বাচন কমিশনের সচ্ছতার প্রতীক হওয়া উছিত, সেখানে প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে বলে তোপ বিরোধী দলনেতার।

আরও পড়ুন: আমেঠি থেকে প্রার্থী হবেন রাহুল

রাহুল এক্স হ্যান্ডলে  পোস্ট করে লিখেছেন “ প্রমাণ রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অথচ তারাই তা মুছে দিতে চাইছে”।  তিনি এই অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা এবং সমস্ত ভিডিও ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, এই তথ্য থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। কিন্তু কমিশন তার বদলে তথ্য গোপনের পথ বেছে নিয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নন! নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির, কেন্দ্রকে কটাক্ষ রাহুলের  

এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, এই ভিডিও, ছবি এবং ফুটেজ কোনও আইনি বাধ্যবাধকতা নয়। বরং প্রশাসনিক সহায়তার জন্য ব্যবহৃত হয়। তবে কিছু ক্ষেত্রে এই তথ্য সোশাল মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে কমিশন এই পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: রাহুলের পর চাপ বাড়ল তেজস্বীর, দায়ের মানহানি মামলা

বিরোধীদের মতে, এই নির্দেশ দেশের গণতান্ত্রিক স্বচ্ছতার ওপর প্রশ্ন তুলছে। এই ঘটনা আগামী দিনে কমিশনের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী

আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলে নিশানা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তাঁর এই মন্তব্য ঘিরে উত্তাল মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতি।

নির্বাচন কমিশনের নয়া নির্দেশ অনুযায়ী ৪৫ দিনের মধ্যে যদি কেউ আইনি চ্যালেঞ্জ না করে, তাহলে সিসিটিভি ফুটেজ, ওয়েবকাস্টিং রেকর্ড এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার ফটোগ্রাফি নষ্ট করে দেওয়া হবে।  নির্বাচন কমিশনের সচ্ছতার প্রতীক হওয়া উছিত, সেখানে প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে বলে তোপ বিরোধী দলনেতার।

আরও পড়ুন: আমেঠি থেকে প্রার্থী হবেন রাহুল

রাহুল এক্স হ্যান্ডলে  পোস্ট করে লিখেছেন “ প্রমাণ রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অথচ তারাই তা মুছে দিতে চাইছে”।  তিনি এই অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা এবং সমস্ত ভিডিও ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, এই তথ্য থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। কিন্তু কমিশন তার বদলে তথ্য গোপনের পথ বেছে নিয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নন! নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির, কেন্দ্রকে কটাক্ষ রাহুলের  

এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, এই ভিডিও, ছবি এবং ফুটেজ কোনও আইনি বাধ্যবাধকতা নয়। বরং প্রশাসনিক সহায়তার জন্য ব্যবহৃত হয়। তবে কিছু ক্ষেত্রে এই তথ্য সোশাল মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে কমিশন এই পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: রাহুলের পর চাপ বাড়ল তেজস্বীর, দায়ের মানহানি মামলা

বিরোধীদের মতে, এই নির্দেশ দেশের গণতান্ত্রিক স্বচ্ছতার ওপর প্রশ্ন তুলছে। এই ঘটনা আগামী দিনে কমিশনের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।