০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে রাহুলের ১৬ দিনের যাত্রা সমাপ্ত, বিজেপিকে কড়া হুঁশিয়ারি

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
  • / 91

পুবের কলম ওয়েবডেস্ক: পাটনায় শেষ হল রাহুল গান্ধীর ১৬ দিনের ভোটার অধিকার যাত্রা। তবে যাত্রা শেষে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া হুঁশিয়ারি দেন তিনি। রাহুল ঘোষণা করেন, খুব শিগগিরই ভোট চুরির অকাট্য প্রমাণ সামনে আনবেন, যা প্রকাশ পেলে মোদি “মুখ দেখাতে পারবেন না”।

বিহারে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বিতর্কের পাশাপাশি কর্ণাটকে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলেছেন রাহুল। তাঁর অভিযোগ, কমিশনের মদতে বিজেপি গণতান্ত্রিক অধিকার হরণ করছে।

গান্ধি ময়দান থেকে আম্বেদকর মূর্তি পর্যন্ত পদযাত্রায় বিরোধী জোটের ঐক্যবদ্ধ চিত্র স্পষ্ট হয়। মঞ্চে ছিলেন খাড়গে, তেজস্বী, হেমন্ত সোরেন, অশোক গেহলট, সুপ্রিয়া সুলে, তিন বাম দলের নেতা-নেত্রী, ইউসুফ পাঠান ও সঞ্জয় রাউত। রাহুল দাবি করেন, “এই সরকার ছ’মাসও টিকবে না, বিহারে বিরোধীদের নতুন সরকার আসবে।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে রাহুলের ১৬ দিনের যাত্রা সমাপ্ত, বিজেপিকে কড়া হুঁশিয়ারি

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: পাটনায় শেষ হল রাহুল গান্ধীর ১৬ দিনের ভোটার অধিকার যাত্রা। তবে যাত্রা শেষে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া হুঁশিয়ারি দেন তিনি। রাহুল ঘোষণা করেন, খুব শিগগিরই ভোট চুরির অকাট্য প্রমাণ সামনে আনবেন, যা প্রকাশ পেলে মোদি “মুখ দেখাতে পারবেন না”।

বিহারে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বিতর্কের পাশাপাশি কর্ণাটকে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলেছেন রাহুল। তাঁর অভিযোগ, কমিশনের মদতে বিজেপি গণতান্ত্রিক অধিকার হরণ করছে।

গান্ধি ময়দান থেকে আম্বেদকর মূর্তি পর্যন্ত পদযাত্রায় বিরোধী জোটের ঐক্যবদ্ধ চিত্র স্পষ্ট হয়। মঞ্চে ছিলেন খাড়গে, তেজস্বী, হেমন্ত সোরেন, অশোক গেহলট, সুপ্রিয়া সুলে, তিন বাম দলের নেতা-নেত্রী, ইউসুফ পাঠান ও সঞ্জয় রাউত। রাহুল দাবি করেন, “এই সরকার ছ’মাসও টিকবে না, বিহারে বিরোধীদের নতুন সরকার আসবে।”