২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে স্পষ্টবার্তা রাহুলের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 31

পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে রাহুল গান্ধি জানিয়ে দিয়েছেন গান্ধি পরিবারের কোনও সদস্যই এই নির্বাচনে পরবর্তী প্রধান হবে না, এমনটাই সাংবাদিকদের সামনে জানিয়ে দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। এই সভাপতি নির্বাচনে লড়াই করছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। খুব শীঘ্রই নির্বাচনের জন্য তিনি মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন।
শুক্রবার কেরলে সাংবাদিকদের সামনে গেহলট বলেন, ‘আমি রাহুল গান্ধিকে অনুরোধ করেছিলাম কংগ্রেসের সভাপতি নির্বাচনে সকলের প্রস্তাব মেনে নিতে। রাহুল সেই সময় সময় স্পষ্ট করে জানিয়ে দেন, গান্ধি পরিবারের কোনো সদস্য কংগ্রেসের সভাপতি হবেন না।
কংগ্রেসের নির্বাচনে জোর কদমে অশোক গেহলট ও শশী থারুরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই মনে করা হচ্ছে।
সারা দেশে কংগ্রেস কমিটি সভা করছে যেখানে একটি প্রস্তাব পাস করা হচ্ছে যে “আমরা আগত কংগ্রেস সভাপতিকে পিসিসি এবং এআইসিসি সদস্যদের নিয়োগের জন্য অনুমোদন করি।” দলের সমর্থন সত্ত্বেও, রাহুল গান্ধি নিজেই দলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে চুপচাপ থেকেছেন।
এর আগে, তিনি তার সিদ্ধান্ত সম্পর্কে একটি রহস্যময় মন্তব্য করেছিলেন রাহুল বলেছিলেন, আমি কংগ্রেসের সভাপতি হব কি হব না, সভাপতি পদের জন্য নির্বাচন হলেই তা স্পষ্ট হয়ে যাবে’।
কন্যাকুমারীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, তিনি যদি মনোনয়ন দাখিল না করেন তবে কেন তিনি নেতৃত্ব নেওয়ার বিরুদ্ধে ছিলেন তা জিজ্ঞাসা করা উচিত। তখন তিনি সেই প্রশ্নের উত্তর দেবেন।

কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। গণনা হবে আগামী ১৯ অক্টোবর।

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ৯ জুলাই বিহারে ‘ইন্ডিয়া’-র ‘বনধ’, বনধে সামিল হতে পারেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে স্পষ্টবার্তা রাহুলের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে রাহুল গান্ধি জানিয়ে দিয়েছেন গান্ধি পরিবারের কোনও সদস্যই এই নির্বাচনে পরবর্তী প্রধান হবে না, এমনটাই সাংবাদিকদের সামনে জানিয়ে দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। এই সভাপতি নির্বাচনে লড়াই করছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। খুব শীঘ্রই নির্বাচনের জন্য তিনি মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন।
শুক্রবার কেরলে সাংবাদিকদের সামনে গেহলট বলেন, ‘আমি রাহুল গান্ধিকে অনুরোধ করেছিলাম কংগ্রেসের সভাপতি নির্বাচনে সকলের প্রস্তাব মেনে নিতে। রাহুল সেই সময় সময় স্পষ্ট করে জানিয়ে দেন, গান্ধি পরিবারের কোনো সদস্য কংগ্রেসের সভাপতি হবেন না।
কংগ্রেসের নির্বাচনে জোর কদমে অশোক গেহলট ও শশী থারুরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই মনে করা হচ্ছে।
সারা দেশে কংগ্রেস কমিটি সভা করছে যেখানে একটি প্রস্তাব পাস করা হচ্ছে যে “আমরা আগত কংগ্রেস সভাপতিকে পিসিসি এবং এআইসিসি সদস্যদের নিয়োগের জন্য অনুমোদন করি।” দলের সমর্থন সত্ত্বেও, রাহুল গান্ধি নিজেই দলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে চুপচাপ থেকেছেন।
এর আগে, তিনি তার সিদ্ধান্ত সম্পর্কে একটি রহস্যময় মন্তব্য করেছিলেন রাহুল বলেছিলেন, আমি কংগ্রেসের সভাপতি হব কি হব না, সভাপতি পদের জন্য নির্বাচন হলেই তা স্পষ্ট হয়ে যাবে’।
কন্যাকুমারীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, তিনি যদি মনোনয়ন দাখিল না করেন তবে কেন তিনি নেতৃত্ব নেওয়ার বিরুদ্ধে ছিলেন তা জিজ্ঞাসা করা উচিত। তখন তিনি সেই প্রশ্নের উত্তর দেবেন।

কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। গণনা হবে আগামী ১৯ অক্টোবর।

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ৯ জুলাই বিহারে ‘ইন্ডিয়া’-র ‘বনধ’, বনধে সামিল হতে পারেন রাহুল গান্ধী