২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
রেলের হকারদের বিক্ষোভ, রণক্ষেত্র হাওড়া স্টেশন চত্বর

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
- / 48
আইভি আদক, হাওড়া: রেলের হকারদের বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়া স্টেশন চত্বর। শনিবার বিকেল চারটে নাগাদ ওই ঘটনা ঘটে। ট্রেনে হকারি করতে বাধা দেওয়ায় অভিযোগ তুলে এদিন আরপিএফের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন হকাররা। বিভিন্ন জেলা থেকে হকাররা এদিন হাওড়া স্টেশনে জমায়েত করলে সেখানে আরপিএফ তাদের বাধা দেয়। আরপিএফের সঙ্গে হকারদের হাতাহাতি সংঘর্ষ বেধে যায়। এরপর আরপিএফ হকারদের লাঠিচার্জ করে বলে অভিযোগ। আন্দোলনকারী হকারদের আরপিএফ হাওড়া স্টেশন থেকে সরিয়ে দেয়।