১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

চামেলি দাস
  • আপডেট : ২৪ মে ২০২৫, শনিবার
  • / 126

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে ট্রেন অবরোধ শিয়ালদহের দক্ষিণ শাখার একাধিক স্টেশনে। শনিবার সকালে মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় সকাল ৬টা নাগাদ প্রথম ট্রেন অবরোধ শুরু করেন মহিলা যাত্রীরা।

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

আরও পড়ুন: শিয়ালদহের পর এবার হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে  পথসভা তৃণমূলের

বিক্ষোভের জেরে প্রায় দেড় ঘণ্টা এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। মহিলাদের ট্রেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ। কয়েক মাস আগে ট্রেনে মহিলা কামরা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: BREAKING: শিয়ালদহের বি আর সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

আরও পড়ুন: ভোলবদল শিয়ালদহে:ঝাঁ চকচকে শপিংমল, মিলছে পোশাক- খাবারও  

তবে কেন রেল অবরোধ? এদিন বিক্ষোভকারী মহিলাদের দাবি, সকাল পাঁচটা পঞ্চাশের যে ট্রেনটি লক্ষ্মীকান্তপুর থেকে মথুরাপুর হয়ে শিয়ালদহ পৌঁছায়, সেই ট্রেনের মহিলা কামরা কম থাকায় মহিলা যাত্রীদের ট্রেনে ওঠার অসুবিধায় পড়তে হয়।মহিলা কামরায় যাত্রীরা ঠিকঠাক ভাবে বসতে পারে না, প্রতিদিন মহিলাদের মধ্যে ঝামেলা অশান্তির সৃষ্টি হয় বলে দাবি তাঁদের।

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

আর সেই কারণেই এ দিন মথুরাপুর স্টেশনে রেল লাইনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবশেষে ঘণ্টা দেড়েক পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।আর তার ঠিক পরে একই দাবিতে জয়নগর মজিলপুর ও গোচরন স্টেশনে রেল অবরোধে সামিল হলেন মহিলা যাত্রীরা।কিছুদিন আগে মথুরাপুর, জয়নগর মজিলপুর, দক্ষিন বারাশত, গোচরণ ও ধপধপি স্টেশনে পুরুষ যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখিয়েছিল।

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

তাঁদের দাবি ছিল ট্রেনের মহিলা বগি বাড়ানোর জেরে তাঁরা অসুবিধায় পড়ছেন। সেই দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলে। সেই বিক্ষোভের পর এদিন মহিলা যাত্রীরা বিক্ষোভ দেখায়। যাত্রীদের অধিকাংশের বক্তব্য, ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। এবং ট্রেন না বাড়ালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেন যাত্রীরা।সকাল সাড়ে দশটা থেকে শিয়ালদহ দক্ষিন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে পূর্ব রেল সূত্রে জানা গেল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

আপডেট : ২৪ মে ২০২৫, শনিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে ট্রেন অবরোধ শিয়ালদহের দক্ষিণ শাখার একাধিক স্টেশনে। শনিবার সকালে মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় সকাল ৬টা নাগাদ প্রথম ট্রেন অবরোধ শুরু করেন মহিলা যাত্রীরা।

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

আরও পড়ুন: শিয়ালদহের পর এবার হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে  পথসভা তৃণমূলের

বিক্ষোভের জেরে প্রায় দেড় ঘণ্টা এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। মহিলাদের ট্রেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ। কয়েক মাস আগে ট্রেনে মহিলা কামরা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: BREAKING: শিয়ালদহের বি আর সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

আরও পড়ুন: ভোলবদল শিয়ালদহে:ঝাঁ চকচকে শপিংমল, মিলছে পোশাক- খাবারও  

তবে কেন রেল অবরোধ? এদিন বিক্ষোভকারী মহিলাদের দাবি, সকাল পাঁচটা পঞ্চাশের যে ট্রেনটি লক্ষ্মীকান্তপুর থেকে মথুরাপুর হয়ে শিয়ালদহ পৌঁছায়, সেই ট্রেনের মহিলা কামরা কম থাকায় মহিলা যাত্রীদের ট্রেনে ওঠার অসুবিধায় পড়তে হয়।মহিলা কামরায় যাত্রীরা ঠিকঠাক ভাবে বসতে পারে না, প্রতিদিন মহিলাদের মধ্যে ঝামেলা অশান্তির সৃষ্টি হয় বলে দাবি তাঁদের।

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

আর সেই কারণেই এ দিন মথুরাপুর স্টেশনে রেল লাইনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবশেষে ঘণ্টা দেড়েক পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।আর তার ঠিক পরে একই দাবিতে জয়নগর মজিলপুর ও গোচরন স্টেশনে রেল অবরোধে সামিল হলেন মহিলা যাত্রীরা।কিছুদিন আগে মথুরাপুর, জয়নগর মজিলপুর, দক্ষিন বারাশত, গোচরণ ও ধপধপি স্টেশনে পুরুষ যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখিয়েছিল।

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

তাঁদের দাবি ছিল ট্রেনের মহিলা বগি বাড়ানোর জেরে তাঁরা অসুবিধায় পড়ছেন। সেই দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলে। সেই বিক্ষোভের পর এদিন মহিলা যাত্রীরা বিক্ষোভ দেখায়। যাত্রীদের অধিকাংশের বক্তব্য, ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। এবং ট্রেন না বাড়ালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেন যাত্রীরা।সকাল সাড়ে দশটা থেকে শিয়ালদহ দক্ষিন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে পূর্ব রেল সূত্রে জানা গেল।