মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি
- আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, বুধবার
- / 274
পুবের কলম, ওয়েবডেস্ক: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ে শক্তি হারিয়েছে, তবে এর প্রভাবে বুধবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রযাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।





















































