পুবের কলম ওয়েবডেস্ক : বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ তৈরি হওয়ায় এখনও কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি বৃষ্টিতে ভিজবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ অঞ্চলের পাশাপাশি ঘূর্ণাবর্তও প্রভাব ফেলছে। তাই এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনাই নেই।
শুক্রবার বিকেল থেকে ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন করে low pressureসৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে। তারপরে ধীরে ধীরে শক্তি হারাবে। আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যার ফলে আপাতভাবে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় ভারী বৃষ্টি না হলেও কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হবে। তাই আগামী দুদিনের জন্য ঝড়বৃষ্টির আগাম সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত হাওড়া ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামী বুধবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি থামার কোন সম্ভাবনাই নেই। অন্তত এখনও ২৪ ঘন্টা সমুদ্র তীরবর্তী এলাকা এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া।
পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে রবিবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি। অন্যান্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হবে বলে খবর। কিন্তু আগামী সোমবার প্রবল বৃষ্টির জন্য জলপাইগুড়ি এবং কালিম্পঙ জেলায় আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

































