১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কালো মেঘে ঢাকা আকাশ, সকাল থেকেই ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে

ইমামা খাতুন
  • আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 56

পুবের কলম,ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ।তারপর আচমকাই ঝড় উঠতে থাকে। এরপরই শুরু হয় শিলা বৃষ্টি। চারদিক একেবারে ছত্রখান হয়ে যায়। কয়েকমিনিটের ঝড়ে লণ্ডভণ্ড গাইঘাটা। দশ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড গাইঘাটার ৬টা গ্রাম। প্রায় তিরিশ থেকে ৩৫টি বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। আচকাই ঝড় শুরু হয়ে যায়। শুধু ঝড় নয় তার সঙ্গেই শিলা বৃষ্টিও হয়েছে বলে খবর।

শুধু  তাই নয়, কলকাতা শ সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। এছাড়া রাজ্যের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় আগামী দুই ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া দফতর।

উল্লেখ্য, কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এমনই পূর্বাভাস ছিল। সেই মতোই শুরু হয় বৃষ্টি। জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে । যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আর যার কারণেই আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থেকে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কালো মেঘে ঢাকা আকাশ, সকাল থেকেই ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে

আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ।তারপর আচমকাই ঝড় উঠতে থাকে। এরপরই শুরু হয় শিলা বৃষ্টি। চারদিক একেবারে ছত্রখান হয়ে যায়। কয়েকমিনিটের ঝড়ে লণ্ডভণ্ড গাইঘাটা। দশ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড গাইঘাটার ৬টা গ্রাম। প্রায় তিরিশ থেকে ৩৫টি বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। আচকাই ঝড় শুরু হয়ে যায়। শুধু ঝড় নয় তার সঙ্গেই শিলা বৃষ্টিও হয়েছে বলে খবর।

শুধু  তাই নয়, কলকাতা শ সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। এছাড়া রাজ্যের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় আগামী দুই ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া দফতর।

উল্লেখ্য, কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এমনই পূর্বাভাস ছিল। সেই মতোই শুরু হয় বৃষ্টি। জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে । যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আর যার কারণেই আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থেকে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে।