বিরাটকে ভারতরত্ন দেওয়ার দাবি রায়নার

- আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
- / 128
পুবের কলম ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ভারতের দুই তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টেস্ট থেকে অবসর গ্রহণ করার পরে শনিবার আরসিবির হয়ে মাঠে নামার কথা ছিল বিরাটের। কেকেআরের বিরুদ্ধে ওই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। স্টেডিয়ামে অবশ্য চলতে থাকে বিরাট বন্দনা। হাজার হাজার ভক্ত বিরাটের নাম ও জার্সি নম্বর লেখা জার্সি পরে মাঠে আসেন। ভক্তদের পাশাপাশি বিরাট ব¨নায় মুখ খুললেন একদা তাঁর সতীর্থ সুরেশ রায়না। কোহলিকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন তিনি।
এক প্রতিক্রিয়ায় রায়না বলেন, ‘বিরাট ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে এবং যে সব সাফল্য অর্জন করেছে তার জন্য ওকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিৎ। ভারত সরকারের উচিৎ, বিরাটকে ভারতরত্ন সম্মান দেওয়া।’
একই সঙ্গে রায়না মনে করছেন, বিরাটের অবশ্যই একটি ফেয়ারওয়েল ম্যাচ পাওয়া উচিৎ ছিল। তিনি বলছেন, ‘কোহলির মত বড় মাপের ক্রিকেটারের অবশ্য ফেয়ারওয়েল ম্যাচ পাওয়া উচিৎ ছিল। সেটা দিল্লিতে হলে সবথেকে ভালো হত। ওর ভক্তরা, পরিবার, বন্ধু-বান্ধব সবাই ওকে সমর্থন জানাতে আসতে পারত।’