আবারও প্যারলে মুক্তি রাম রহিমের

- আপডেট : ৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 15
পুবের কলম,ওয়েবডেস্ক: আবারও প্যারলে মুক্তি রাম রহিমের। ৪০ দিনের জন্য প্যারলে ছাড়া হয়েছে খুন ও ধর্ষণ মামলার আসামী রাম রহিমকে। ১৪ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে জেলে ফিরতে হবে। ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে এখনও অবধি ৯১ দিন জেলের বাইরে থেকেছেন তিনি। আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে নিম্ন আদালতে রায়ে ২০ বছরের জেল হয় ডেরাপ্রধানের। ধর্ষণ ও সাংবাদিককে খুনের মামলায় হরিয়ানার রোহতকের সুনিয়ায় জেলে সাজা খাটছেন তিনি।
মঙ্গলবার সকালে জেলের বাইরে আসেন রাম রহিম। জেল সূত্রে খবর, মুক্তি পাওয়ার পরই সিরসায় ডেরা সচ্চা সৌদা-র আশ্রমের উদ্দেশে রওনা হন রাম রহিম। দুই শিষ্যাকে ধর্ষণে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডেরা প্রধান। ২০ বছরের সাজা দেওয়া হয়েছে তাঁকে। তার পর থেকেই রোহতকের জেলে বন্দি। কিন্তু এই সাত বছরে মধ্যে অন্তত ১৪ বার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে ডেরা প্রধানকে। তা নিয়ে কম বিতর্ক এবং সমালোচনা হয়নি।