১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশের জবলপুরে ধর্ষিত নাবালিকার সন্তান প্রসব, অভিযুক্ত গ্রেফতার

পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের জবলপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২১ বছরের এক যুবক। সোশাল মিডিয়ায় অভিযুক্তের সঙ্গে আলাপ হয় ১৬ বছরের ওই নাবালিকার। ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েন ওই নাবালিকা। শুক্রবার মধ্যপ্রদেশের জবলপুরের একটি সরকারি হাসপাতালে নাবালিকা সন্তান প্রসব করেছে বলে খবর।

অতিরিক্ত পুলিশ সুপার সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, “বৃহস্পতিবার পুলিশ ২১ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্ত নাবালিকাকে গর্ভপাতের জন্য ওষুধ খেতে বাধ্য করেছিল।” তিনি আরও বলেন, অভিযুক্ত গত বছর ইনস্টাগ্রামে নাবালিকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। অক্টোবর মাসে গ্রামের উপকণ্ঠে একটি কুঁড়েঘরে মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

পুলিশ আধিকারিক আরও জানান, তিন মাস পর মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। সেই কথাটি অভিযুক্তকে নাবালিকা জানায়। অভিযুক্ত মেয়েটিকে  গর্ভপাতের বড়ি খেতে বাধ্য করে। গর্ভপাত করা সম্ভব নয় বুঝতে পেরে  নাবালিকাকে বিয়ে করা প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত যুবক। পরে সেই প্রতিশ্রুতি থেকে অভিযুক্ত সরে আসে বলে খবর। নাবালিকা বাবার সঙ্গে গ্রামে থাকত। মঙ্গলবার নাবালিকার প্রসববেদনা শুরু হলে বাবা গর্ভাবস্থার কথা জানতে পারে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। নাবালিকা সরকারি মেডিক্যাল কলেজে বুধবার একটি সন্তান প্রসব করেছে বলেও জানিয়েছেন।  ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ অধিকর্তা।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

আরও পড়ুন: পুলিশের তৎপরতায় ছিনতাইয়ের মূল চক্র গ্রেফতার
সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশের জবলপুরে ধর্ষিত নাবালিকার সন্তান প্রসব, অভিযুক্ত গ্রেফতার

আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের জবলপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২১ বছরের এক যুবক। সোশাল মিডিয়ায় অভিযুক্তের সঙ্গে আলাপ হয় ১৬ বছরের ওই নাবালিকার। ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েন ওই নাবালিকা। শুক্রবার মধ্যপ্রদেশের জবলপুরের একটি সরকারি হাসপাতালে নাবালিকা সন্তান প্রসব করেছে বলে খবর।

অতিরিক্ত পুলিশ সুপার সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, “বৃহস্পতিবার পুলিশ ২১ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্ত নাবালিকাকে গর্ভপাতের জন্য ওষুধ খেতে বাধ্য করেছিল।” তিনি আরও বলেন, অভিযুক্ত গত বছর ইনস্টাগ্রামে নাবালিকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। অক্টোবর মাসে গ্রামের উপকণ্ঠে একটি কুঁড়েঘরে মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

পুলিশ আধিকারিক আরও জানান, তিন মাস পর মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। সেই কথাটি অভিযুক্তকে নাবালিকা জানায়। অভিযুক্ত মেয়েটিকে  গর্ভপাতের বড়ি খেতে বাধ্য করে। গর্ভপাত করা সম্ভব নয় বুঝতে পেরে  নাবালিকাকে বিয়ে করা প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত যুবক। পরে সেই প্রতিশ্রুতি থেকে অভিযুক্ত সরে আসে বলে খবর। নাবালিকা বাবার সঙ্গে গ্রামে থাকত। মঙ্গলবার নাবালিকার প্রসববেদনা শুরু হলে বাবা গর্ভাবস্থার কথা জানতে পারে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। নাবালিকা সরকারি মেডিক্যাল কলেজে বুধবার একটি সন্তান প্রসব করেছে বলেও জানিয়েছেন।  ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ অধিকর্তা।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

আরও পড়ুন: পুলিশের তৎপরতায় ছিনতাইয়ের মূল চক্র গ্রেফতার